Advertisement
Advertisement

Breaking News

প্রবীণ বিজেপি নেতাদের স্মৃতিতে ভাসলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু

মুখ্যমন্ত্রীকেও বিজেপি আমন্ত্রণ করেছে বলে খবর৷

BJP leaders meet LF chairman Biman Bose
Published by: Kumaresh Halder
  • Posted:August 25, 2018 7:23 pm
  • Updated:August 25, 2018 7:23 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিষ্ণুকান্ত শাস্ত্রী থেকে শুরু করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদারের সঙ্গে পুরনো সম্পর্কের নানা কথা স্মৃতিচারণা করলেন বিমান বসু। আগামী ২৯ আগস্ট মহাজাতি সদনে অনুষ্ঠিত হতে চলা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণসভায় আমন্ত্রণ জানাতে শনিবার আলিমুদ্দিনে বিমান বসুর কাছে গিয়েছিলেন রাজ্য বিজেপির দুই সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও রাজু বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই বিজেপি নেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ খোস মেজাজে গল্প করেন বামফ্রন্ট চেয়ারম্যান৷   

[চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালে মদ্যপ ছাত্রদের তাণ্ডব, গ্রেপ্তার ৩]

এদিন বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিতে অলিমুদ্দিন স্ট্রিটের সিপিএমের পার্টি অফিসে যান বিজেপির দুই নেতা। বিমান বসুর হাতেই বুদ্ধবাবু ও সূর্যকান্ত মিশ্রর আমন্ত্রণ পত্র দিয়ে আসেন তাঁরা। স্মরণসভায় সিপিএম পার্টির তরফে কেউ একজন অবশ্যই উপস্থিত থাকবেন বলে বিজেপি নেতৃত্বকে জানান বিমানবাবু। পার্টি অফিসের মধ্যেই দীর্ঘক্ষণ সৌজন্যমূলক আলোচনা হয়। লাল চা খেতে খেতে খেতে বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন সিকদারের মতো বিজেপি নেতাদের সম্পর্কে নানা বিষয় স্মৃতিচারণ করেন বিমানবাবু৷

Advertisement

[শিক্ষিকাদের নাচের ভিডিও ভাইরাল, কী উপদেশ দিলেন সংগীতা বন্দ্যোপাধ্যায়?]

এদিন কংগ্রেস দপ্তরে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে গিয়েও আমন্ত্রণ জানিয়ে আসেন বিজেপি নেতৃত্ব৷ কংগ্রেসের তরফে বাজপেয়ীর স্মরণসভায় কে যাবেন তা দলে আলোচনা করে নেবেন বলে বিজেপি নেতৃত্বকে জানান অধীরবাবু। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে যায় বিজেপি নেতৃত্ব৷

আগামী ২৯ আগস্ট কলকাতার মহাজাতি সদনে বাজপেয়ীর স্মরণসভা করবে বিজেপি৷ যেখানে সব দলকেই আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আগেই নেওয়া হয় বিজেপির তরফে৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, লোকসভা ভোটের আগে বাজপেয়ী আবেগকে কাজে লাগতে রাজ্যে অস্থি বিসর্জন রাজনীতি-সহ স্মরণসভায় রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়ে ‘সৌজন্যে’র রাজনীতির বার্তা ছড়াতে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির৷ আর সেই লক্ষ্যে বিজেপির এই কর্মসূচি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement