সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দু-দিলীপের সম্পর্ক যে একেবারেই তলানিতে ঠেকেছে, কিছুদিন ধরেই কার্যত তা প্রকাশ্যে। ইঙ্গিতে একে অপরকে বিঁধতেও ছাড়েননি। এবার হাজরার সভা থেকে নাম না করে দিলীপ ঘোষকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বললেন, “আমি রোজ মর্নিংওয়াকে গিয়ে সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করি না।” এই মন্তব্যেই স্পষ্ট দিলীপ-শুভেন্দু সম্পর্কের সমীকরণ।
বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা যাচ্ছিল ডিসেম্বর তত্ত্ব। রাজ্যের বিরোধী দলনেতা বলেছিলেন, ডিসেম্বর মাসে নাকি বড় ডাকাত ধরা পড়বে! ১২, ১৪ ও ২১ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেছিলেন। তা নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নানারকম আলোচনা চলছিল। প্রশ্ন ছিল সকলের মনে যে কী হবে ওই তিনদিনে। তবে দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, “জানি না ১২ তারিখের সঙ্গে কী বিশেষ সম্পর্ক রয়েছে। রাজনীতির সঙ্গে এই তারিখের কোনও সম্পর্ক রয়েছে বলে মনে হয় না।” কার্যত তার কথাতেই সিলমোহর পড়ল। হাজরায় সভ করলেও দিন শেষে ‘ফাঁকা হুমকি’ হয়ে দাঁড়াল ডিসেম্বর তত্ত্ব। বদলে গেল বড় ডাকাত ধরার দিন।
এদিন সভা থেকে দলেরই সাংসদ তথা প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন শুভেন্দু। বললেন, “আমি রোজ মর্নিং ওয়াকে গিয়ে মিডিয়াকে যা খুশি বলি না, যা বলি ভেবে বলি।” যদিও দিলীপ ঘোষের নাম নেননি তিনি। তবে এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে তা কারও অজানা নয়। সব মিলিয়ে প্রকাশ্যে শুভেন্দু-দিলীপের কোন্দল। যা বাড়াচ্ছে গেরুয়া শিবিরের অস্বস্তি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.