Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দু সভা, পুলিশের অনুমতি না পেয়ে হাই কোর্টে শুভেন্দু

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্যের বিরোধী দলনেতাকে মামলা দায়ের করার অনুমতি দেন।

BJP leader Suvendu Adhikari file a case for a permission of his rally
Published by: Sayani Sen
  • Posted:April 21, 2025 1:42 pm
  • Updated:April 21, 2025 2:50 pm  

গোবিন্দ রায়: দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভার অনুমতি না পেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন। সোমবারই মামলার শুনানির সম্ভাবনা।

আগামী ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন দিঘায়। অন্যান্য মানুষও ভিড় জমাবেন দিঘায়। তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে সৈকত নগরীকে। আর ঠিক ওইদিনই কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভা করতে চান শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতার দাবি, ওই সভার জন্য পুলিশি অনুমোদন দেওয়া হচ্ছে না তাঁকে।

Advertisement

বাধ্য হয়ে তাই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু। যদিও পুলিশের দাবি, সেই সময় দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন। তার উপর আবার সনাতনী হিন্দুদের মিছিল হলে নিরাপত্তা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। সে কারণেই মিছিলের অনুমতি দেওয়া সম্ভব নয়। তবে শুভেন্দুকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সোমবার মামলার শুনানির সম্ভাবনা। 

উল্লেখ্য, এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার মিছিল কিংবা সভার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আদালতে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তোলেন। শর্তসাপেক্ষে সভা, মিছিল করার অনুমতিও পান। এবার অক্ষয় তৃতীয়ায় কাঁথিতে সনাতনী হিন্দুদের নিয়ে সভার অনুমতি শুভেন্দু পাবেন কিনা, সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement