Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘দলের নয়, আমার বক্তব্য’, চাপের মুখে ‘ডিসেম্বর তত্ত্ব’ নিয়ে ঢোক গিললেন শুভেন্দু!

ডিসেম্বর তত্ত্বে দলের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছিল, সেটাও মেনে নিলেন বিরোধী দলনেতা।

BJP leader Suvendu Adhikari backtracks on December theory | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:December 16, 2022 2:09 pm
  • Updated:December 16, 2022 2:09 pm  

রুপায়ণ গঙ্গোপাধ্যায়: ডিসেম্বর তত্ত্বে দলের অন্দরে বিভ্রান্তি তৈরি হয়েছে। চাপের মুখে স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সঙ্গে একপ্রকার মেনে নিলেন, এই ডিসেম্বর তত্ত্ব সম্পূর্ণই তাঁর নিজস্ব বক্তব্য ছিল। তাতে দলের অনুমোদন ছিল না।

ব্যান্ডেলে বিজেপির দলীয় বৈঠকে এদিন ফের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের কড়া বার্তার মুখে পড়তে হয় শুভেন্দুকে। সন্তোষ (BL Santosh) বিরোধী দলনেতা-সহ রাজ্য বিজেপি নেতাদের বলে দেন, সবাইকে নিয়ম মেনে রাজনীতি করতে হবে। একত্রিত হয়ে কাজ করতে হবে। আসলে শুভেন্দু-দিলীপের (Dilip Ghosh) মধ্যে যখন মুষলপর্ব চলছে তখনই রাজ্যে আসছেন অমিত শাহ। শুক্রবার রাতেই বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বসবেন শাহ (Amit Shah)। তার আগে শুভেন্দু-দিলীপরা গতকাল থেকে নিজেদের মধ্যে ঐক্য দেখানোর চেষ্টা করছেন। তবে তাতেও শুভেন্দুর কার্যকলাপে দলের অন্দরে যে বিভ্রান্তি ছড়াচ্ছে সেটা এদিনের বৈঠকে স্পষ্ট হয়ে গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: তাওয়াংকে ভারতে অন্তর্ভুক্তই করতে চাননি নেহরু! বিস্ফোরক অরুণাচলের মুখ্যমন্ত্রী]

ডিসেম্বর তত্ত্ব নিয়ে বিরোধী দলনেতা নিজেই বলে দিয়েছেন,”এটা আমি বলেছি। পার্টির কেউ বলেনি। দুর্নীতি নিয়ে একটা বড় অ্যাকশন হবে। সোমবারটা বুধবার হতে পারে। এটা আমরা করবই। এটা নিয়ে গেল গেল রব তোলার কোনও কারণ নেই। কর্মীদের মধ্যে এটা নিয়ে বিভ্রান্তি না-থাকা বাঞ্চনীয়।” অর্থাৎ তাঁর মন্তব্যে বিভ্রান্তির একটি জায়গা যে তৈরি হয়েছে, সেটা একপ্রকার মেনে নিয়েছেন শুভেন্দু। একই সঙ্গে বিরোধী দলনেতা মেনে নিয়েছেন, এই মুহূর্তে নির্বাচনে যেতে হলে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হতে হবে। তিনি বলেন, “আমাদের মিছিল-মিটিং হচ্ছে। লোক আসছে। কিন্তু, সেই লোকগুলোকে যদি বুথে ফিরিয়ে দেন, কাজ করতে চাইছে না। কারণ, ভোট পরবর্তী সন্ত্রাসের ভয় তাঁদের মনে রয়েছে। শেষ পর্যন্ত আমরা যদি ভোটের রাজনীতিতে যাই, পঞ্চায়েত যদি জিততে চাই। ১৮ লোকসভা আসনকে যদি ২৫-এ নিয়ে চাই, তাহলে মন্ডল এবং বুথ স্তরে আরও লোক বাড়াতে হবে।”

[আরও পড়ুন: রাতের আকাশে সফল উৎক্ষেপণ অগ্নি-৫-এর, আঘাত হানবে বেজিংয়েও!]

সাংগঠনিক বৈঠক শেষে বেরিয়ে শুভেন্দু এই বৈঠক নিয়ে কোনও মন্তব্য করেননি। উলটে নাম না করে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন তিনি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু বলেন,”এই মুহূর্তে নন্দনে গেলে উত্তম কুমার সত্যজিৎ রায়ের ছবি পাওয়া যাবে না। দাঁত ক্যালানো ছবি দেখা যাবে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement