Advertisement
Advertisement

Breaking News

Nizam Palace

হাজরায় সভার আগে আচমকা নিজাম প্যালেসে শুভেন্দু, তুঙ্গে জল্পনা

বিকেলে হাজরায় সভা করবেন শুভেন্দু অধিকারী।

BJP leader Suvendu Adhikari at Nizam Palace | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 12, 2022 3:48 pm
  • Updated:December 12, 2022 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজরায় সভার আগে আচমকা নিজাম প্যালেসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে ঢোকেন তিনি। কিন্তু কেন? তুঙ্গে জল্পনা।

কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল ‘ডিসেম্বর তত্ত্ব’। বারবার বলেছিলেন, “বড় ডাকাত ধরা পড়বে।” পরবর্তীতে ১২, ১৪ ও ২১ ডিসেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছিলেন তিনি। আজ অর্থাৎ ১২ ডিসেম্বর তার মধ্যে প্রথম তারিখ। আর এইদিনেই হটুগঞ্জের অশান্তির প্রতিবাদে হাজরায় সভার আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এলাকার সেই সভায় বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। তবে সেই সভার আগেই আচমকা সাড়ে তিনটে নাগাদ নিজাম প্যালেসে হাজির হন রাজ্যের বিরোধী দলনেতা। ঢুকে পড়েন ভিতরে। তবে কী কারণে নিজাম প্যালেসে শুভেন্দু, তা সম্পূর্ণ ধোঁয়াশা। বিষয়টি রাজনৈতিকভাবে যে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ তা বলাই বাহুল্য। 

Advertisement

[আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্টে যোগাযোগ, টেট-এ দৃষ্টিহীন মুসলিম দাদার রাইটার হলেন সায়নী]

প্রসঙ্গত, ডিসেম্বর রহস্য নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। প্রত্যকের মনেই প্রশ্ন, ঠিক কোন বোমা ফাটাতে চলেছেন শুভেন্দু। তবে তৃণমূলের তরফ থেকে কখনই বিষয়টাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। ১২ ডিসেম্বর বিকেল গড়িয়ে গেলেও এখনও শুভেন্দু অধিকারীর ঘোষণা মতো বিশেষ কিছুই ঘটেনি। তাই ইতিমধ্যেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “ডিসেম্বরে নাকি সরকার পড়ে যাবে। ১২ ডিসেম্বর তো পার হয়ে গেল। শুধু হাওয়ায় ভাসালে চলবে? ব্যাখ্যা দিন।”  হাজরার সভা নিয়ে তৃণমূলের অন্দরে অশান্তি হচ্ছে বলেও দাবি করেন কুণাল ঘোষ। বলেন, “সভা নিয়েও তো গন্ডগোল। সুকান্ত বলছেন আমিও যাব। শেষে শুভেন্দু বলছেন আমার ডাকা, সুকান্ত কেন যাবে?” গোটা বিষয়টাকে নাটক বলে কটাক্ষ করেন তিনি। 

[আরও পড়ুন: ‘মানদৌসে’র প্রভাব কাটতেই কমল রাজ্যের তাপমাত্রা, কবে পড়বে জাঁকিয়ে শীত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement