Advertisement
Advertisement

Breaking News

Sukanta Majumdar

তিনদিন পর হাসপাতাল থেকে ছুটি সুকান্তর, জাতীয় অধিবেশনে যোগ দিতে দিল্লিতে দিলীপ-শমীক

সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন সুকান্ত।

BJP leader Sukanta Majumdar releases from Kolkata's nursing home । Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:February 17, 2024 10:53 am
  • Updated:February 17, 2024 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত ১৪ ফেব্রুয়ারি, বুধবার সন্দেশখালি যাওয়ার পথে টাকিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিজেপির দাবি, পুলিশি হেনস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন সুকান্ত। বসিরহাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় তাঁকে। শনিবার সকালে হাসপাতাল থেকে ছাড়া পান সুকান্ত। এদিকে, সুকান্ত বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার কিছুক্ষণ আগেই বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যরা। 

গত বুধবার সন্দেশখালিতে যাওয়ার পথে বাধা পায় বিজেপির প্রতিনিধি দল। নতুন করে ১৪৪ ধারা জারি হওয়ায় টাকির হোটেলে আটকে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। তবে কার্যত পুলিশের চোখে ধুলো দিয়ে হোটেলের অন্য গেট দিয়ে সরস্বতী প্রতিমা হাতে বেরিয়ে পড়েন সুকান্ত। ইছামতীর পাড়ে প্রতিমা রেখে শুরু হয় পুজো। কিন্তু এর পরই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের গাড়ির বনেটের উপর উঠে বিক্ষোভ দেখান বিজেপি রাজ্য সভাপতি। গাড়িও এগোতে পিছতে শুরু করেন পুলিশকর্মীরা। প্রবল ঝাঁকুনিতে মাটিতে পড়ে যান সুকান্ত। যদিও বিজেপির দাবি, পুলিশই ফেলে দেয় তাঁকে। সংজ্ঞা হারান সুকান্ত। পুলিশের গাড়িতে করে তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্ম সম্প্রসারণ, যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নতুন উদ্যোগ রেলের]

ওই বেসরকারি হাসপাতালে নিউরো ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বেড নম্বর ১২৯-এ ভর্তি ছিলেন তিনি। তাঁর সিটি স্ক্যান করা হয় পেটে, বুকে, মাথায়, ঘাড়ে ও স্পাইনাল কর্ডে। পাশাপাশি স্যালাইন, অক্সিজেন এবং পেন কিলার দেওয়া হয়। দীর্ঘক্ষণ তন্দ্রাচ্ছন্ন ছিলেন বিজেপি রাজ্য সভাপতি। তবে বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থা উন্নতি হতে শুরু করে। শুক্রবার সুকান্তকে দেখতে ওই বেসরকারি হাসপাতালে যান মিঠুন চক্রবর্তী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। তার পরদিনই ছুটি পেলেন সুকান্ত। শনিবার হুইল চেয়ারে বসেই বেসরকারি হাসপাতাল থেকে বেরন তিনি। সেই সময় বেসরকারি হাসপাতালের বাইরে ভিড় জমান বহু বিজেপি কর্মী-সমর্থক। এদিকে, শনিবার সকালে বিজেপির জাতীয় অধিবেশনে যোগ দিতে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন দিলীপ ঘোষ এবং শমীক ভট্টাচার্যরা। 

[আরও পড়ুন: বাড়িতে ঢুকে চতুর্থ শ্রেণির পড়ুয়াকে কুপিয়ে খুন? হুগলিতে ব্যাপক চাঞ্চল্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement