রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে আন্দোলনের ঝাঁজ বাড়াতে বদ্ধ পরিকর ভারতীয় জনতা পার্টি (BJP)। তাই তো এবার নবান্ন অভিযানের সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ৬ অক্টোবর নবান্ন অভিযান কর্মসূচি হবে বলেই জানিয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।
বুধবার এ বিষয়ে একটি বৈঠকও হয়। সেই বৈঠকেই নবান্ন অভিযানের (Nabanna Avijan) সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর সৌমিত্র খাঁ বলেন, “৬ অক্টোবর বাংলায় চাকরির দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে নবান্ন ঘেরাও অভিযানের ডাক দিয়েছি। আজ বৈঠকে সে সম্পর্কে আলোচনা হয়েছে। আগামিকাল থেকে সেবা সপ্তাহ শুরু হচ্ছে। তারপর আমরা কলকাতার রাজপথে নবান্ন অভিযান করব। মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত যাতে শব্দটা চলে যায় সেই চেষ্টা করব।” জানা গিয়েছে, ওইদিন কলকাতায় যুব মোর্চার কর্মীরা জমায়েত করবেন। তারপর দ্বিতীয় হুগলি সেতু পেরিয়েই নবান্ন অভিযান হবে। তবে কোভিডবিধি মেনেই মিছিল যাতে হয় সেদিকে নজর রাখার চেষ্টা করা হবে বলেই জানান সৌমিত্র খাঁ।
সম্প্রতি যুব মোর্চার সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তারপর থেকে বিরোধীদের প্যাঁচে ফেলার নানা চেষ্টাই চালিয়ে যাচ্ছেন তিনি। জেলায় জেলায় নানা দলীয় কর্মসূচিতে যোগ দিচ্ছেন। এবার রাজ্য সরকারকে আরও বিপাকে ফেলতে সরাসরি নবান্ন অভিযানেরই ডাক দিয়ে বসলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.