Advertisement
Advertisement

Breaking News

লকডাউন

লকডাউনের দিন পরিবর্তন নিয়ে সরকারকে ‘অপদার্থ’ তকমা দিলেন রাহুল সিনহা

মুখ্যমন্ত্রী মিথ্যচার করছেন বলেও কটাক্ষ করেন বিজেপি নেতা।

BJP leader Rahul Sinha slams Mamata Govt over lockdown
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 12, 2020 7:39 pm
  • Updated:August 12, 2020 7:39 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বারবার রাজ্য লকডাউনের দিন পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারকে একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। সরকারকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, ব্যাংক বন্ধ নয় তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিনের কারণেই ২৮ আগস্টের লকডাউন প্রত্যাহার করেছে রাজ্য।

আনলক পর্যায়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। সেই কারণে ফের লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ঘোষণা করা হয়েছিল সপ্তাহে ২ দিন করে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। সেই মতো জুলাইয়ের শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগস্টের কোন কোন দিন লকডাউনের আওতায় থাকবে। কিন্তু বারবার সেই তালিকার পরিবর্তন ঘটেছে। কখনও ধর্মীয় সংগঠনের অনুরোধে, কখনও বা অন্যকোনও কারণে। বুধবার ষষ্টতমবার লকডাউনের দিন পরিবর্তন করল রাজ্য। জানানো হল, ২৮ আগস্ট দিন লকডাউনের আওতার বাইরে। কারণ হিসেবে বলা হয়েছ, ওই দিন লকডাউন থাকলে পরপর ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে। যদিও সরকার মিথ্যাচার করছে বলেই দাবি বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের।

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণা, গ্রেপ্তার ৯]

রাহুল সিনহার কথায়, “এই সরকার অপদার্থ। একটা দিন ঠিক করতে পারে না। তারিখ ঘোষণার আগে তাঁরা জানতেই পারল না যে ওই দিন লকডাউন থাকলে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে! তাহলে এরা রাজ্য চালাবে কী করে?” তাঁর কথায়, “২৮ তারিখের লকডাউন তুলে নেওয়ার কারণ ওই দিন তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিন।” এরপর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিজেপি নেতা বলেন, সরকার নিজেদের ছাত্র পরিষদের জন্মদিনই ভুলে গিয়েছে! তাঁর দাবি, সে কথা প্রকাশ্যে বলতে পারছে না বলেই নানা রকম বাহানা প্রচার করছে সরকার। এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপি নেতা বলেন, “করোনা কালেও এই সরকার সাম্প্রদায়িক রাজনীতি করতে ভোলেনি।”

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: খুন নাকি আত্মহত্যা? বাড়ির সামনে থেকে করোনা রোগীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ধন্দে পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement