রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বারবার রাজ্য লকডাউনের দিন পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরকারকে একহাত নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। সরকারকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, ব্যাংক বন্ধ নয় তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিনের কারণেই ২৮ আগস্টের লকডাউন প্রত্যাহার করেছে রাজ্য।
আনলক পর্যায়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েছে। সেই কারণে ফের লকডাউনের (Lockdown) সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ঘোষণা করা হয়েছিল সপ্তাহে ২ দিন করে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। সেই মতো জুলাইয়ের শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন আগস্টের কোন কোন দিন লকডাউনের আওতায় থাকবে। কিন্তু বারবার সেই তালিকার পরিবর্তন ঘটেছে। কখনও ধর্মীয় সংগঠনের অনুরোধে, কখনও বা অন্যকোনও কারণে। বুধবার ষষ্টতমবার লকডাউনের দিন পরিবর্তন করল রাজ্য। জানানো হল, ২৮ আগস্ট দিন লকডাউনের আওতার বাইরে। কারণ হিসেবে বলা হয়েছ, ওই দিন লকডাউন থাকলে পরপর ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে, যাতে সাধারণ মানুষের ভোগান্তি হতে পারে। যদিও সরকার মিথ্যাচার করছে বলেই দাবি বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের।
রাহুল সিনহার কথায়, “এই সরকার অপদার্থ। একটা দিন ঠিক করতে পারে না। তারিখ ঘোষণার আগে তাঁরা জানতেই পারল না যে ওই দিন লকডাউন থাকলে ৫ দিন ব্যাংক বন্ধ থাকবে! তাহলে এরা রাজ্য চালাবে কী করে?” তাঁর কথায়, “২৮ তারিখের লকডাউন তুলে নেওয়ার কারণ ওই দিন তৃণমূলের ছাত্র পরিষদের জন্মদিন।” এরপর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বিজেপি নেতা বলেন, সরকার নিজেদের ছাত্র পরিষদের জন্মদিনই ভুলে গিয়েছে! তাঁর দাবি, সে কথা প্রকাশ্যে বলতে পারছে না বলেই নানা রকম বাহানা প্রচার করছে সরকার। এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপি নেতা বলেন, “করোনা কালেও এই সরকার সাম্প্রদায়িক রাজনীতি করতে ভোলেনি।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.