Advertisement
Advertisement

Breaking News

Firhad Hakim

‘মিঠুন চক্রবর্তী আমার সঙ্গে যোগাযোগ রাখছেন’, বিস্ফোরক দাবি ফিরহাদ হাকিমের

পালটা দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

BJP Leader Mithun Chakraborty is in touch with me, said Minister Firhad Hakim | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 19, 2023 5:32 pm
  • Updated:January 19, 2023 6:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার তিনি দাবি করলেন, মহাগুরু নাকি যোগাযোগ রাখছেন তাঁর সঙ্গে। পালটা দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

গত কয়েকদিন ধরেই চর্চায় তারকা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। কখনও শাসকদলের তরফে তাঁকে নিশানা করা হয়েছে। পালটা দিতে ছাড়েননি তিনি। দাবি করেছেন, তৃণমূলের ২১ জন নেতা যোগাযোগ রাখছে তাঁর সঙ্গে। এ বিষয়ে প্রশ্ন করা হলে বৃহস্পতিবার ফিরহাদ হাকিম বলেন, “ওসব ফাঁকা আওয়াজ। মিঠুনদা তো আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। যাতে দিদি না রেগে যায় তাই আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। মিঠুনদা নিজেও তৃণমূলের সঙ্গে অশান্তি চান না। ব্যক্তিগত কোনও কারণে বিজেপিতে গিয়েছিলেন।” ফিরহাদ হাকিমের এই দাবি ঘিরে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

[আরও পড়ুন: কীভাবে একই স্কুলে বাবা-ছেলের চাকরি? হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্তে CID]

ফিরহাদের এই মন্তব্যের পালটা দিয়েছেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দলের মধ্যে নিজেকে প্রাসঙ্গিক করতে অথবা সংবাদমাধ্যমে একটা বিতর্ক তৈরি করতে এসব বলছেন। গ্রহণযোগ্যতা নেই এর। মিঠুন চক্রবর্তী জনপ্রিয় অভিনেতা। তাঁর গ্রহণযোগ্যতা, অভিনয় দক্ষতা নিয়ে কিছু বলার নেই। উনি বিজেপিতে যোগদান করেছেন, দলের কথা বলবেন। ওনার সঙ্গে বহু মানুষের যোগাযোগ রয়েছেন সেটাকে ফিরহাদ হাকিম যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ঠিক নয়। সত্যিটা মানুষ বুঝবে।”

প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে একটা চাপা অশান্তি তৈরি হয়েছিল মিঠুন চক্রবর্তীর। প্রজাপতি প্রসঙ্গ তুলে মিঠুন চক্রবর্তীকে কটাক্ষ করেছিলেন কুণাল। পালটা তৃণমূল নেতাকে এলিতেলি, গঙ্গারাম বলে তোপ দেগেছিলেন মহাগুরু।

 

[আরও পড়ুন: ‘অ-আ-ক-খ’ শিখবেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই হাতেখড়ি সরস্বতী পুজোয়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement