Advertisement
Advertisement

Breaking News

BJP

কলকাতায় বিক্ষোভের মুখে জেপি নাড্ডা, দেখানো হল কালো পতাকা, উঠল ‘গো ব্যাক’ স্লোগান

হেস্টিংস থেকে রাজ্যকে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

BJP leader JP Nadda faces protest in Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 9, 2020 3:22 pm
  • Updated:December 9, 2020 3:22 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাংলা সফরে এসে বিক্ষোভের মুখে জেপি নাড্ডা (J P Nadda)। হেস্টিংসের অফিসে ঢোকার সময় প্রায় ৩০-৩৫ জন ওই বিজেপি নেতাকে উদ্দেশ করে ‘গো ব্যাক’ স্লোগান তোলে। দেখানো হয় কালো পতাকা।

পূ্র্বসূচি অনুযায়ী বুধবার সাড়ে বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh), মুকুল রায়, অনুপম হাজরা, রূপা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যরা। সেখান থেকে তাঁরা রওনা দেন হেস্টিংয়ের অফিসে। জানা গিয়েছে, হেস্টিংসে পৌঁছতেই আচমকাই নাড্ডার গাড়ির সামনে চলে আসেন বিক্ষোভকারীরা। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আচমকা এই বিক্ষোভে অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে পুলিশও। বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। এরপরই হেস্টিংস থেকে রাজ্যকে তোপ দাগেন জেপি নাড্ডা।

Advertisement

BJP leader JP Nadda faces protest in Kolkata

[আরও পড়ুন:‘মতুয়ারা সকলেই নাগরিক’, বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

একুশের নির্বাচনে বিজেপির জয় নিশ্চিত তা বুঝিয়ে দেন নাড্ডা। বলেন, “মমতা অসহিষ্ণুতার কথা বলেন। বাংলায় বিজেপি ২০০-এর বেশি আসন পাবে। সোনার বাংলা গড়বে বিজেপি। মমতা সরকারকে উৎখাত করবে। বাংলায় বিজেপি আসবেই।” করোনা আবহে রাজ্যের লকডাউন প্রসঙ্গেও এদিন মমতা সরকারকে নিশানা করেন তিনি। বলেন, “৩০ জুলাই ইদের ছুটি, অথচ রাম মন্দিরের উদ্বোধনের দিন লকডাউন?‌ সবারই ইদ উদযাপন করা উচিত। আমাদের সরকার যেখানে যেখানে সেখানেও ইদ পালন করি। কিন্তু রাম মন্দিরের শিলান্যাসের দিন এই রাজ্যে লকডাউন! কেন?‌” সরাসরি আক্রমণ করেন রাজ্য পুলিশকে। মুখ খোলেন আরামবাগ টিভির সম্পাদকের গ্রেপ্তারির ইস্যুতে। সকলের সামনে তুলে ধরে বিনমূল্যে রেশন-সহ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধার কথা।

[আরও পড়ুন:উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগ, কৈলাস-দিলীপের বিরুদ্ধে FIR পুলিশের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement