রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন বিজেপির নেতা জয় বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ এবার তাঁকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে। শুক্রবারই তাঁর বাড়ি সমীক্ষা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা। চলতি মাসের ৩১ তারিখ থেকে তাঁর বাড়ির নিরাপত্তায় নিয়োগ করা হচ্ছে চারজন সশস্ত্র নিরাপত্তারক্ষী। এছাড়া সর্বক্ষণের নিরাপত্তায় থাকবেন আরও দু’জন নিরাপত্তারক্ষী৷
[রোবট বেডে মাতৃত্বের স্বাদ! বিপ্লব মেডিক্যালের লেবার রুমে]
জয় বন্দ্যোপাধ্যায় কেবল রাজ্য বিজেপির নেতাই নন, তিনি জাতীয় কর্মসমিতিরও সদস্য। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রকেরও একটি কমিটিতে রয়েছেন তিনি। ইতিমধ্যে বেশ কয়েকবার দুষ্কৃতী তাণ্ডবের শিকার হয়েছেন তিনি৷ হুগলির চণ্ডীতলার মশাটে বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে ফেরার পথে তাঁর গাড়িতে হামলা চালানো হয়৷ হামলার মুখে পড়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়িও৷ ডানকুনির কাছে তাঁদের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয়। বাঁশ দিয়ে ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। এর আগে হাওড়ার আমতাতেও তাঁকে বাঁশ দিয়ে মারার চেষ্টা করা হয়৷ অভিনয় ছেড়ে বর্তমানে পুরোপুরি রাজনীতিতে মন দিয়েছেন জয় বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই গেরুয়া শিবিরে বেশ ভাল জায়গা করে নিয়েছেন তিনি৷ তাঁর সভাতেও ভিড় হয় চোখে পড়ার মতো৷ ৬, মুরলীধর সেন লেন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জয়ের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে অনুরোধ করা হচ্ছিল৷ এবার রাজ্য নেতাদের সেই আরজিতে সাড়া দিয়েছে কেন্দ্র৷
[মেট্রোয় আগুন লাগার পর ধোঁয়ায় ভরে যায় কামরা, কী করছিলেন চালক?]
জানা গিয়েছে, শুক্রবার জয়ের বাড়িতে আসেন সিআইএসএফের অফিসাররা৷ বিভিন্ন তথ্য সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তাঁরা৷ জানতে চেয়েছেন কখন তিনি বাড়ি থেকে বের হন, কখন বাড়িতে ফেরেন ইত্যাদি তথ্য৷ এই নেতার বাড়ির চারপাশও ঘিরে দেখেন তাঁরা৷ রাজ্য বিজেপিতে এখনও পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা পান কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ও মুকুল রায়৷ এবার সেই তালিকায় যুক্ত হলেন জয় বন্দ্যোপাধ্যায়ের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.