Advertisement
Advertisement

Breaking News

BJP leader Dilip Ghosh slams WB CM Mamata Banerjee over Jai Shriram slogan controversy

Dilip Ghosh: ‘রামনামে ভয় কেন? তৃণমূল কি ভূত?’, ‘জয় শ্রীরাম’ স্লোগান বিতর্কে কটাক্ষ দিলীপের

বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে মমতাকে লক্ষ্য করে 'জয় শ্রীরাম' স্লোগান দেয় বিজেপি।

BJP leader Dilip Ghosh slams WB CM Mamata Banerjee over Jai Shriram slogan controversy । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 2, 2023 10:49 am
  • Updated:January 2, 2023 4:39 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বছরের প্রথম দিন তৃণমূল নতুন ভবনের ভিতপুজোয় এই ইস্যুতে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। সোমবার সকালে ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর তারই পালটা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ বলেন, “ভূতে রামনাম ভয় পায়। তৃণমূল কি ভূত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখে জানিনা। আমরা শুরু থেকেই রাম দেখি। ওরা বা কংগ্রেস বিপদে পড়লে রাম দেখে।” গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বলেন, “আমরা জানি যার কোনও রাস্তা নেই, সে রামের নাম করে। রামকে ভয় পাওয়ার কী আছে? রামই তো উদ্ধার করেন।”

Advertisement

[আরও পড়ুন: নেতাদের আত্মীয় বা ঘনিষ্ঠ নয়, পঞ্চায়েত নির্বাচনে পাড়ার মেয়েকেই চায় সিপিএম]

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশনে উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express)। যেখানে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছতেই বিজেপি কর্মীদের দিক থেকে উড়ে আসে ‘জয় শ্রীরাম’ স্লোগান। যার জেরে কেন্দ্রীয় রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও আর মূল মঞ্চে ওঠেননি ‘অপমানিত’ মুখ্যমন্ত্রী। বিজেপি (BJP) কর্মীদের আচরণের প্রতিবাদ জানান দলেরই সাংসদ (MP) সুভাষ সরকার। তিনি সকলকে শান্ত হওয়ার কথা বলেন। এ নিয়ে দলের অন্দরেও পরবর্তীতে কোন্দল শুরু হয়। এবার এ প্রসঙ্গে বিজেপিকে একহাত নিলেন অভিষেক।

রবিবার তিলজলায় তৃণমূলের নতুন ভবনের ভিতপুজোয় হাজির হয়ে অভিষেক (Abhishek Banerjee) বলেন, সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে, তার মানেই ধরে নেওয়া যাক তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া। কোনও দল দেউলিয়া হয়ে গেলেই এধরনের আচরণ করে। তাঁর কথায়, “২০২১ সালের ২৩ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটল। এটা লজ্জার। কোনও সরকারি অনুষ্ঠানে দেখেছেন তৃণমূল জিন্দাবাদ বলতে? বন্দেমাতরম, জয় হিন্দ, জয় বাংলা বলুন। কিন্তু যারা মুখ থুবড়ে পড়েও শেখে না, মুখ্যমন্ত্রীকে অপমান করে, তাদের কী বলা হবে। আমার প্রতিবাদ জানানোর ভাষা নেই।” এরপরই কটাক্ষের সুরে বলেন, “ওরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরকে বা রামচন্দ্রকে দেখতে পেয়েছে। তাই জয় শ্রীরাম বলেছে। তাদের ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে শ্রদ্ধা, সম্মান তারা দিয়েছেন, তার জন্য।”

[আরও পড়ুন: ছোট্ট বিরতির পর ফের জমিয়ে ইনিংস শুরু শীতের, কমল রাজ্যের তাপমাত্রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement