রূপায়ন গঙ্গোপাধ্যায়: বাংলায় বিজেপির (BJP) খুঁটি মজবুত করতে রাশ ধরেছেন অমিত শাহ (Amit Shah) ও তাঁর টিম। চলতি মাসের শেষেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফের রাজ্যে আসতে পারেন বলে জল্পনা চলছিল। বুধবার সেই জল্পনায় সিলমোহর দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, “মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জি এবং অমিত শাহ ঘুরিয়ে ফিরিয়ে প্রতি মাসেই আসবেন। তবে পরবর্তী দিনক্ষণ কী হবে, তা এখনও জানাননি। তবে জেনে যাব আমরা।”
এদিকে একুশে রাজ্যে রাজনৈতিক পালাবদলের ডাক দিয়েছে বাম-কংগ্রেস জোট। এবার তাঁদেরও ঝাঁজালো আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তাঁর কটাক্ষ, “মানুষ পুরনো কাসুন্দি আর ঘাঁটবে না। বাংলার মানুষ নতুন বিকল্প খুঁজছে।”
এদিন দিল্লি যাওয়ার আগে বিমানবন্দরে তিনি জানান, “দলীয় কর্মসূচি নয়, দিল্লিতে সংদীয় স্ট্যান্ডিং কমিটির বৈঠক আছে। এর আগে একাধিকবার বৈঠক বাতিল হয়েছে। তাছাড়াও শারীরিক অসুস্থতার কারণে যাওয়া হয়নি।” এরপর বাম-কংগ্রেস জোটকে তুলোধোনা করেন দিলীপ। তাঁদের গতকালের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, “ওঁরা কাঁধে কাঁধ মিলিয়ে আগেও একবার লড়াই করেছেন। কিন্তু মানুষ সঙ্গ দেয়নি।” তিনি আরও বলেন, “বাংলার মানুষে নতুন বিকল্প ভারতীয় জনতা পার্টি। বিজেপির হাত ধরে উন্নয়ন হোক এটাই সাধারণ মানুষ চাইছে।”
আগামী নির্বাচনে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসবে বলে দাবি করছেন অধীর চৌধুরি, বিমান বসুরা। এর প্রেক্ষিতে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “গত লোকসভায় জোট নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আগে তাও ৩০-৩২ শতাংশ ভোট ছিল এখন সেটা ১৩ শতাংশে নেমে এসেছে। বাংলার মানুষ পিছনে তাকাতে রাজি নয়।” বিজেপির জয় নিয়ে আত্মবিশ্বাসী দিলীপের দাবি, “বাংলার মানুষ সবাইকে সুযোগ দিয়েছেন, সবাই স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছেন। এবার বিজেপির পালা। বিজেপির কর্মসূচিতে ভিড় দেখেই তা বোঝা যাচ্ছে। “
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.