সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত ভোট মনোনয়নের দিন বাড়িয়েছে কমিশন৷ জারি হয়েছে বিজ্ঞপ্তি৷ কিন্তু, বিজ্ঞপ্তি জারি হলেও মনোনয়নের দিনে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কমিশন৷ মনোনয়ন পেশের দিনে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা-সহ তিন দফা দাবি জানিয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে পারে গেরুয়া শিবির৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন পেশে বাধা পেলেই সোমবারই নতুন করে মামলা দায়ের করতে হতে পারে৷ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিও জানানো হতে পারে বিজেপির তরফে৷
আদালতের নির্দেশ মেনে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ মনোনয়নের দিন বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তি প্রকাশ হতেই রে রে করে ওঠে বিজেপি৷ অভিযোগ তোলা হয়, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না করে কমিশন মনোনয়ন পেশের দিনক্ষণ ঠিক করেছে৷ বিজেপি দাবি, নির্ভয়ে বিজেপি কর্মীরা যাতে মনোনয়ন পেশ করতে পারেন, তা ব্যবস্থা করুক কমিশন৷ রাখা হোক পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা৷
প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত নিশ্চিত করার পাশাপাশি বিজেপির তরফে তিন দফা দাবিও তোলা হচ্ছে৷ বলা হচ্ছে, নির্ভয়ে মনোনয়ন জমা দেওয়ার জন্য মহকুমা শাসকের দপ্তরে বিশেষ ব্যবস্থা করুক কিমিশন৷ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী আনিয়ে পঞ্চায়েত ভোট করানোর দাবিও রয়েছে বিজেপি৷
সূত্রের খবর, আগামিকাল সোমবার মনোনয়ন পেশ করতে গিয়ে কোনও রকম গন্ডগোল দেখা দিলে সরাসরি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবে বিজেপি৷ ভোটের নিরাপত্তার প্রশ্ন তুলে সোমবার মামলাও দায়ের করতে পারে গেরুয়া শিবির৷ আর যদি, সোমবার মামলা হাই কোর্টে গৃহীত হয়ে যায়, তাহলে মে মাসে ভোট করানো কঠিন হয়ে যাবে৷ সেক্ষেত্রে পঞ্চায়েত ভোট নিয়ে তৈরি হবে চূড়ান্ত অচলাবস্থা৷
কেননা, এমনিতেই এখনও পর্যন্ত নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে পারেনি কমিশন৷ সোমবার ভোটের নির্ঘণ্ট নির্ধারণে বৈঠকে বসবে কমিশন৷ কারণ, ভোটের দিনক্ষণ নির্ধারণ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ফের পঞ্চায়েত দপ্তরের ওএসডি সৌরভ দাস নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করতে পারেন৷
নবান্ন সূত্রে খবর, সোমবারের বৈঠকে পরিবর্তিত নির্ঘণ্ট নিয়ে কমিশনকে নিজের পছন্দের কথা ফের জানাতে পারে৷ তিন দফায় ভোটে সায় দিয়ে নয়া নির্ঘণ্ট হিসাবে মে মাসের ১৩, ১৫ এবং ১৭ তারিখ চায় রাজ্য। সেকথা জানানো হয়েছে কমিশনকে। শনিবার দুপুরে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেই দিনক্ষণ উত্থাপন করে কমিশন। বিরোধীরা একমত হওয়ার পর মনোনয়নের দিন চূড়ান্ত হয়৷ তবে, মনোনয়নে কেন্দ্রীয় বাহিনী ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি উঠলেও সে বিষয়ে এখনই কিছুই বলতে চাইনি কমিশন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.