Advertisement
Advertisement

‘গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে সরকার’, রথযাত্রা ইস্যুতে ফের আদালতে বিজেপি

প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রথযাত্রার ভাবনা গেরুয়া শিবিরের।

 BJP is going to High Court again for Rath Yatra
Published by: Tanujit Das
  • Posted:December 16, 2018 4:23 pm
  • Updated:December 16, 2018 4:23 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিজেপিকে রথযাত্রা কর্মসূচি করার অনুমতি দেয়নি রাজ্য৷ সূত্রের খবর, প্রশাসনের এই নির্দেশের বিরোধিতা করে আবারও হাই কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য বিজেপি। তাঁদের অভিযোগ, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে রাজ্য সরকার। বিরোধীদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হচ্ছে না এরাজ্যে৷

[জেলে বন্দি গব্বর-রমেশকে টাকা পাঠাত কারা? তদন্তে গোয়েন্দারা]

Advertisement

রাজ্য সরকারের নির্দেশের পর্যালোচনা করতে এবং নিজেদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে, রবিবার সকাল থেকেই রাজ্য দপ্তরে বৈঠকে বসেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্যরা৷ রাজ্য নেতাদের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহর ঘনিষ্ঠ কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদব। সেই বৈঠকেই ঠিক হয়েছে, এবার রাজ্যের বিরুদ্ধে আল আউট আক্রমণে যাবে গেরুয়া শিবির৷ কোনওমতেই আর রেয়াত করা হবে না৷ প্রথমে, আইনের পথে আক্রমণ করা হবে৷ তারপর, হবে রাস্তায় নেমে আন্দোলন৷ পাশাপাশি রাজ্য বিজেপি সূত্রে খবর, এবার কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে রথযাত্রা কর্মসূচি পালনের প্রস্তাব আদালতের সামনে পেশ করতে পারেন তাঁরা৷ এক্ষেত্রে তাঁদের যুক্তি হবে, রাজ্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ, তাই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে প্রস্তাবিত রথযাত্রা কর্মসূচি পালন করতে চায় গেরুয়া শিবির৷ জানা গিয়েছে, সোমবার হাই কোর্ট খুলতেই সরকারের নির্দেশিকার বিরোধিতা করে আপিল করবেন বিজেপির আইনজীবী৷

[ক্রাইমের বই পড়ে স্বামীকে খুনের ছক অনিন্দিতার!]

সূচি মতো রথযাত্রা অব্যাহত রাখতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় বিজেপি৷ রবিবার বৈঠক শেষে এমনই জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, “প্রয়োজনে রাস্তায় আন্দোলনে নামা হবে। সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রথযাত্রা করতে দিচ্ছে না। সরকার বলছে আইন-শৃঙ্খলার সমস্যা হতে পারে। এর থেকেই স্পষ্ট হয় যে রাজ্য সরকার আইন-শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। রাজ্যে ৩৫৬ ধারা জারির করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।” শনিবার রাজ্যের তরফ থেকে বিজেপিকে জানান হয়েছিল যে, জনসভায় সমস্যা নেই। কিন্তু রথযাত্রায় আপত্তি রাজ্যের। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে তাই রথযাত্রার অনুমতি দেওয়া যাবে না। রাজ্যের তরফে বিজেপি দপ্তরে এরকমই জানিয়ে ফ্যাক্স আসে সরকারের তরফ থেকে৷ এরই প্রতিবাদে সোমবার আবারও হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল গেরুয়া শিবির৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement