Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

রামনবমীর মিছিলে রিভলবার, বিজেপির চক্রান্তেই অশান্তি! ভিডিও টুইট করে সরব অভিষেক

NIA, CBI তদন্ত দাবি করে হাই কোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী।

BJP initiated clash at Howrah during Ram Navami, says Abhishek Banerjee | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 31, 2023 3:33 pm
  • Updated:March 31, 2023 3:42 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রামনবমীর মিছিলে রিভলবার! গেরুয়া শিবিরের ইন্ধনেই হাওড়ায় অশান্তি! ভিডিও টুইট করে মুখ্যমন্ত্রীর অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিলেন অভিযেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই ভিডিও টুইট করেছেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ-সহ একাধিক নেতা-মন্ত্রী। উল্লেথ্য, এদিনই মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছিলেন, হাওড়ার অশান্তির পিছনে রয়েছে বিজেপির চক্রান্ত।

বিজেপির মিছিলের একটি ভিডিও টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে, বিজেপির মিছিলে হাতে বন্দুক নিয়ে রয়েছেন এক বিজেপি সমর্খক। পরে তা কোমরে গুঁজে নিতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, মিছিলে অস্ত্র নিয়ে গিয়ে অশান্তিতে ইন্ধন দিয়েছে গেরুয়া শিবিরের নেতারা। ভিডিও টুইট করে অভিষেক লিখেছেন, “ফের দাঙ্গার ফর্মুলা নিয়ে মাঠে নেমেছে বিজেপি। এক সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানো হচ্ছে। রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা।” সবমিলিয়ে বিজেপিকে কার্যত তুলোধোনা করেছেন তিনি।

Advertisement

 

[আরও পড়ুন: ‘ওরা বোমা মারতে পারে না, নাটের গুরু বিজেপি’, হাওড়া কাণ্ডে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি মমতার]

এদিকে হাওড়ার ঘটনার পিছনে রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণের রাজনীতির জেরেই হাওড়ায় অশান্তি হয়েছে। পুলিশের নিষ্ক্রিয়তায় এসব হচ্ছে। ২৭ জন হিন্দু ও যারা অশান্তির সঙ্গে যুক্ত নয় এমন সংখ্যালঘুদের গ্রেপ্তার করা হয়েছে। সব হয়েছে মুখ্যমন্ত্রীর ইশারায়। ভোটব্যাংক বাঁচাতে এসব ঘটাচ্ছেন। এর পিছনে দেশবিরোধী শক্তি রয়েছে।” এনআইএ ও সিবিআই তদন্ত দাবি করেছেন শুভেন্দু। একইসঙ্গে শান্তিরক্ষার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও করেছেন। ইতিমধ্যে হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বেঞ্চে মামলা করেছেন বিরোধী দলনেতা। 

[আরও পড়ুন: এবার সুজনের পরিবারের ১৩ সরকারি চাকরিপ্রাপকের তালিকা প্রকাশ, তথ্য সঠিক হলে তদন্তের দাবি কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement