Advertisement
Advertisement

রাজ্যে বিজেপির প্রার্থী তালিকায় চমক থাকছে, ইঙ্গিত দিলীপের

সম্ভাবনাময় আসনগুলিতে হেভিওয়েট প্রার্থীর ভাবনা।

BJP hints new face for LS polls
Published by: Monishankar Choudhury
  • Posted:February 16, 2019 8:42 am
  • Updated:February 16, 2019 8:52 am  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির প্রার্থী তালিকায় এবার বেশ কিছু চমক থাকবে। দিল্লি থেকেও দলের হেভিওয়েট কাউকে পশ্চিমবঙ্গে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে। এছাড়া, বিভিন্ন জগতের একাধিক পরিচিত মুখকেও দেখা যেতে পারে প্রার্থী তালিকায়। এমনটাই খবর দলীয় সূত্রে।

[হাওড়ার শহিদ জওয়ানের পরিবারকে ফোনে সমবেদনা মুখ্যমন্ত্রীর]

Advertisement

প্রার্থী তালিকায় চমক যে থাকছে তার ইঙ্গিত দিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “এখানকার লোক নন, প্রখ্যাত কেউ প্রার্থী হতে পারেন। চমক থাকবে।” এদিকে, প্রাথমিক প্রার্থী তালিকা নিয়ে আলোচনার জন্য ১৯ ফেব্রুয়ারি বৈঠকে বসছে রাজ্য বিজেপি। দলের লোকসভা নির্বাচন কমিটির সদস্যরা বৈঠকে থাকবেন। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে রাজারহাটে এই বৈঠক হবে। ওই বৈঠকেই এ রাজ্যে সম্ভাবনাময় আসনগুলি নিয়ে আলোচনা হবে। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ২৩টি আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। সেই মতো সম্ভাবনাময় আসনগুলি বাছাও হয়েছে। সেখানে হেভিওয়েট প্রার্থী দিতে চায় বিজেপি নেতৃত্ব। পরিচিত মুখ, গ্রহণযোগ্যতা রয়েছে এরকমদেরই অগ্রাধিকার দেওয়া হবে। দিলীপ ঘোষ জানিয়েছেন, প্রচুর নাম এসেছে। ১৯ ফেব্রুয়ারির বৈঠকে সেই প্রার্থী তালিকা নিয়ে ঝাড়াই বাছাই করা হবে। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং কলকাতা, নদিয়া ও জঙ্গলমহলের বিভিন্ন জেলা থেকে প্রার্থী হতে চেয়ে বেশি আবেদন জমা পড়েছে। দার্জিলিংয়ে এবার যথেষ্ট কোণঠাসা বিজেপি। যদিও দিলীপবাবুর দাবি, দার্জিলিংয়ে সর্বশক্তি দিয়েই লড়া হবে। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সেখানে লড়াইয়ের স্ট্র‌্যাটেজিও তৈরি করা হবে।

এদিকে, লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন সাজাতে কিছু রদবদলের কাজও শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। শুক্রবার দলের দুই সাংগঠনিক জেলা কলকাতা দক্ষিণ ও উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বদল করা হয়েছে। দক্ষিণ কলকাতা জেলা ও উত্তর দিনাজপুরের নতুন জেলা সভাপতি হয়েছেন যথাক্রমে মোহন রাও এবং নির্মল দাম। দলের পর্যবেক্ষক ও লোকসভার পালক পদেও আরও কিছু রদবদল করা হবে বলে দলীয় সূত্রে খবর। নির্বাচনকে সামনে রেখে একাধিক কমিটি গঠন করা হবে। সেখানে নতুন অনেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। আবার পারফরম্যান্স খারাপ থাকায় রাজ্য ও জেলাস্তরে আরও কয়েকজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এদ্িকে, কাশ্মীরে নিহত শহিদ জওয়ানদের প্রতি শুক্রবার রাজ্য বিজেপি দফতরের সামনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সংগঠন সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়-সহ রাজ্য নেতৃত্ব।

[শীঘ্রই জইশকে নির্মূল করুন, পাক হাই কমিশনারকে কড়া বার্তা নয়াদিল্লির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement