Advertisement
Advertisement

Breaking News

BJP

নির্বাচনকে টার্গেট করে ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচি, এবার বাড়ি বাড়ি যাবে বিজেপি

শুক্রবার কর্মসূচির সূচনা করলেন দিলীপ ঘোষ।

BJP has launched a new program targeting election | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 25, 2020 5:19 pm
  • Updated:December 25, 2020 5:19 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: একুশের জমি শক্ত করতে এবার বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ অভিযান করবে বঙ্গ বিজেপি। শুক্রবারই শুরু হল নতুন কর্মসূচি ‘আমার বুথ সবচেয়ে মজবুত’। এদিন কর্মসূচির সূচনা করেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 

আসন্ন বিধানসভা নির্বাচনে বিনা যুদ্ধ প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল-বিরোধী উভয়ই। একই সঙ্গে দুই দলই চাইছে যতটা বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে যেতে। সেই কারণে জোরকদমে ভোটের প্রচার শুরু করে দিয়েছে তাঁরা। উভয় দলই নিজেদের মতো করে সকলের সামনে তুলে ধরছে রাজ্যের উন্নয়নের খতিয়ান। এসবের মাঝে নির্বাচনকে টার্গেট করে নতুন জনসংযোগ  অভিযান শুরুর সিদ্ধান্ত নিল বিজেপি। বুথে সংগঠন বিস্তার ও বুথকে মজবুত করতে শুক্রবার থেকেই শুরু হল নতুন কর্মসূচি। জানা গিয়েছে, রাজ্যের ৭৮ হাজারের বেশি বুথে পৌঁছে যাবে বিজেপি কর্মীরা। এই কর্মসূচির জন্য একটি থিম সংও তৈরি করা হয়েছে। 

Advertisement

[আরও পড়ুন: করোনা আবহে বাড়তি সুবিধা, ভক্তরা এবার ঘরে বসেই পেয়ে যাবেন গঙ্গাসাগরের পুজোর মিষ্টি]

জানা গিয়েছে, এবার বাড়ি বাড়ি গিয়ে বিজেপির বক্তব্য তুলে ধরবে দলের কর্মীরা। রাজ্য সরকারের ব্যর্থতা ও মোদি (Narendra Modi) সরকারের সাফল্য, কেন্দ্রীয় সরকারের জনকল্যাণ মূলক প্রকল্পগুলির কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে এই কর্মসূচির মাধ্যমে। পাশাপাশি, ভোটার তালিকায় সকলের নাম উঠেছে কি না, সেটাও দেখবেন বুথ কর্মীরা। এদিন কর্মসূচির সূচনার করে তৃণমূল ও মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ করেন দিলীপ ঘোষ। বলেন, “হিম্মত থাকলে ১০ হাজার কৃষকের সমাবেশ কলকাতায় করে দেখাক তৃণমূল। আমরা ৫০ হাজার কৃষকের সমাবেশ করে দেখাব। কৃষকরা মোদির সঙ্গেই আছে।” কৃষি আইন সংশোধনে খুশি কৃষকরা, দাবি দিলীপের।

[আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছুটির তালিকায় বড়সড় বদল, জারি সরকারি বিজ্ঞপ্তি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement