Advertisement
Advertisement

Breaking News

BJP

রাষ্ট্রপতিকে নালিশ জানাতে মমতার সফরের মাঝেই দিল্লি যাবে BJP পরিষদীয় দল

রাষ্ট্রপতির কাছে আবেদনও জানিয়েছে গেরুয়া শিবিরের পরিষদীয় দল।

BJP delegation led by Suvendu Adhikari to meet President Kovind in Delhi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 16, 2021 3:50 pm
  • Updated:July 16, 2021 4:09 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত: বিরোধী ঐক্যে শান দিতে চলতি মাসের শেষেই দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (TMC leader Mamata Banerjee)। অবিজেপি নেতৃত্বের পাশাপাশি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। এদিকে দিল্লিতে মমতা থাকাকালীন রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চায় বিজেপির পরিষদীয় দল। উদ্দেশ্য রাজ্য সরকারের বিরুদ্ধে নালিশ জানানো। শুক্রবার বিধানসভায় এমনটাই জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছে বিজেপি। কখনও তাঁরা ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন তো কখনও আবার রাজ্যের ভ্যাকসিন দুর্নীতি নিয়ে তোপ দেগেছেন। বিভিন্ন সময় রাজ্যপাল জগদীপ ধনকড় থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, সর্বত্রই অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অভিযোগ জানাতে চলেছেন তাঁরা। তার জন্য সময় চেয়ে  আগামী সপ্তাহে রাষ্ট্রপতির কাছে আবেদনও জানিয়েছে গেরুয়া শিবিরের পরিষদীয় দল।

Advertisement

[আরও পড়ুন: বুকের মধ্যে একাধিক অঙ্গ! জটিল অস্ত্রোপচার করে একরত্তির প্রাণ বাঁচাল কলকাতার হাসপাতাল]

তাৎপর্যপূর্ণভাবে, চলতি মাসের শেষের দিকে দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় রাষ্ট্রপতির কাছে বাংলার পরিস্থিতি নিয়ে নালিশ করলে তৃণমূল সরকারের উপর চাপ তৈরি করা যাবে বলে মনে করছে বিজেপি। সেই চাপ তৈরি করতেই বিজেপি এই পরিকল্পনা করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে পিএসি-র চেয়ারম্যান পদ থেকে মুকুল রায়কে সরাতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছে বিজেপি। শুক্রবারই সেই আবেদনের শুনানি ছিল।

শুনানির সময় মোট ৪ মিনিট স্পিকারের ঘরে ছিলেন শুভেন্দুরা। আরও কিছু বিষয় জানতে চেয়েছেন স্পিকার। সেই সমস্ত তথ্য জমা দেবে বিজেপি। পরবর্তী শুনানি ৩০ জুলাই। তবে পাশাপাশি, এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হবে বলেও জানিয়ে দিয়েছে বিজেপি। এ দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, “গত ১০ বছরে ৫০-এর উপর দলবদলের ঘটনা ঘটলেও একটা ক্ষেত্রেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ।” 

[আরও পড়ুন: WB Assembly Polls: বনগাঁ দক্ষিণ, বৈষ্ণবনগরের ফল নিয়ে মামলা, নথি সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement