Advertisement
Advertisement
অনুপম হাজরা

ক্ষতে প্রলেপ, বিদ্যাসাগরকে পাশে নিয়ে প্রচার সারলেন অনুপম হাজরা

প্রচারের ফাঁকে ডাবের জলে গলা ভেজালেন দুজনে।

BJP candidate Anupam Hazra campaigns with 'Vidyasagar'
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 16, 2019 4:53 pm
  • Updated:May 17, 2019 1:19 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিদ্যাসাগর কাণ্ডে তোলপাড় রাজ্য-রাজনীতি। শাসক-বিরোধী উভয়েই একে অপরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এরই মাঝে নির্বাচনী প্রচারে বেরিয়ে অন্যভাবে বিদ্যাসাগর কাণ্ডের প্রতিবাদ করলেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তাঁর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

[আরও পড়ুন: কমেছে প্রচারের সময়, শেষ মুহূর্তে রোড শোয়ে নেপালদেব-ইয়েচুরি]

ছ’দফা নির্বাচন শেষ। আগামী রবিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় যাদবপুর লোকসভা আসনে ভোট। প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয় শাসক-বিরোধী কোনও শিবিরই। এরই মাঝে কমিশনের নির্দেশে সময়সীমা কমেছে প্রচারের। শুক্রবারের বদলে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত প্রচারের সময়সীমা বেঁধে দিয়েছে কমিশন। অর্থাৎ হাতে সময় আজকের দিনটাই। তাই জোরকদমে প্রচারে নেমেছে সব দল। বৃহস্পতিবার সকালে দলের কর্মী, সমর্থকদের নিয়ে প্রচারে বের হন যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরা। তবে এদিন তাঁর প্রচার ছিল অন্যরকম। বিদ্যাসাগর কলেজ কাণ্ডে যেখানে প্রথম দিন থেকেই কাঠগড়ায় বিজেপি। সেই পরিস্থিতিতে অভিনব উদ্যোগ নিলেন অনুপম হাজরা। বিদ্যাসাগর কাণ্ডে ঘটনার প্রতিবাদে বিদ্যাসাগরকে নিয়েই প্রচারে বের হলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: কুরুচিকর ভুয়ো ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সাজদা আহমেদ]

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড চত্বর থেকে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। এদিনে তাঁর প্রচারের শুরু থেকেই তাঁর সঙ্গে ছিলেন ছদ্মবেশী বিদ্যাসাগর। তাঁকে সঙ্গে নিয়েই এলাকায় ঘুরে প্রচার সারেন অনুপম। রাস্তার ধারে ডাব খেয়ে গলা ভিজিয়ে নেন তাঁরা। ফের এগিয়ে যান প্রচারের উদ্দেশ্যে। এদিনের প্রচার থেকে বিদ্যাসাগর কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “যার বর্ণপরিচয় পড়ে আমরা পড়তে শিখেছি, আজ সে আক্রান্ত। তাঁকেই অপমান করা হচ্ছে। তাঁর মূর্তি ভেঙে তা নিয়ে রাজনীতি করছে শাসকদল।” প্রসঙ্গত, যাদবপুর কেন্দ্রে অনুপম হাজরার প্রতিপক্ষ তৃণমূলের তারকা প্রার্থী মিমি চক্রবর্তী ও সিপিএমের বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রত্যেকের কাছেই এই কেন্দ্র সমান গুরুত্বপূ্র্ণ। প্রত্যেকেই আত্মবিশ্বাসী। কিন্তু জয় পাবে কে তা জানা যাবে ২৩ মে।  

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement