Advertisement
Advertisement
BJP

সংবাদমাধ্যমে কথা বলুন মুখ সামলে, মুখপাত্রদের বার্তা বিজেপির

ভাষা প্রয়োগে সতর্ক হতে বলেছে বিজেপি।

BJP asks party spoksperson to speak with caution। Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:January 17, 2024 12:44 pm
  • Updated:January 17, 2024 1:13 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বিভিন্ন সংবাদমাধ‌্যমে রাজনৈতিক আলোচনায় অংশ নেওয়া দলের মুখপাত্রদের ভাষা প্রয়োগে সতর্ক থাকতে হবে। এমনই বার্তা দিল বঙ্গ বিজেপি। মঙ্গলবার আইসিসিআরে রাজ‌্য বিজেপির মিডিয়া সেলের একটি কর্মশালা হয়। সেখানেই এই পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ থেকে রাহুল সিনহা-সহ অন্যান্যরা।         

জানা গিয়েছে, মিডিয়া বিভাগের কর্মীদের আরও ‘আগ্রাসী’ হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে ভাষা প্রয়োগে সতর্ক হওয়ার কথাও বলেছেন। তাঁদের বক্তব্য, বিজেপি নেতারা কোথাও অসংযত মন্তব্য করলে হইচই হয়। অন্যরা কুকথা বললে যেটা হয় না। বিভিন্ন বেসরকারি টিভি চ‌্যানেলের আলোচনায় দলের প্রতিনিধিত্ব যাঁরা করেন, তাঁদের বিতর্কিত বিষয়ে ওয়াকিবহাল থাকতে বলা হয়েছে। কেউ যেন কোনও ভুল না বলেন।  

Advertisement

এদিন বিজেপির মিডিয়া বিভাগের কর্মশালায় শিক্ষক হিসাবে বঙ্গ বিজেপির পুরনো নেতারাই ছিলেন। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র কে কে শর্মা ছাড়া ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য, বিজেপি নেতা শিশির বাজোরিয়া, তুষার কান্তি ঘোষ, কেয়া ঘোষ, বিমলশঙ্কর নন্দ প্রমুখ।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement