Advertisement
Advertisement
Suvendu Adhikari

জেড প্লাস নিরাপত্তা সত্ত্বেও বারবার কেন দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়? CBI তদন্ত চেয়ে হাই কোর্টে মামলা

অল্প সময়ের ব্যবধানে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

BJP asks CBI probe on repeated accidents at Suvendu Adhikari's convoy, appeals to Calcutta HC | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 31, 2022 12:00 pm
  • Updated:August 31, 2022 12:00 pm  

রাহুল রায়: অল্প সময়ের ব্যবধানে ৩ বার দুর্ঘটনার কবলে পড়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Sunvendu Adhikari)। এই ঘটনায় সিবিআই তদন্তের আরজি জানিয়ে এবার হাই কোর্টে দায়ের হল মামলা।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তিনি। তা সত্ত্বেও গত কয়েকমাসে তিনবার দুর্ঘটনার কবলে পড়েছে শুভেন্দু অধিকারীর কনভয়। তার মধ্যে দুবার মারিশদায় ঘটে দুর্ঘটনা। ১ জুলাই দুপুরে নিজের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে বের হন শুভেন্দু। কাঁথি থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়। মারিশদার কাছে একটি পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি দিঘা-কল্যাণী রুটের বাস পেট্রল পাম্পে ঢুকছিল। সেই বাসটিই চেপে দেয় কনভয়ে থাকা সিআরপিএফের গাড়িটিকে। সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের ওই গাড়িটি ধাক্কা মারে একটি ট্রাকে। একেবারে দুমড়ে-মুছড়ে যায় গাড়িটি।

Advertisement

[আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায় বললেই সরে যাবেন, সৌগতর পদত্যাগের পরামর্শের পালটা জহর সরকারের]

চলতি মাসের ২২ তারিখ ফের মারিশদাতেই ঘটে দুর্ঘটনা। ১১৬ (বি) নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিল তাঁর কনভয়। মারিশদা থানা এলাকায় আচমকা দুর্ঘটনা। শুভেন্দুর কনভয়ে থাকা শেষ গাড়ি অর্থাৎ বুলেট প্রুফ গাড়িটিতে ধাক্কা দেয় উলটো দিক থেকে আসা একটি লরি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। সামনের একাংশ কার্যত দুমড়ে মুচড়ে যায়। বারবার শুভেন্দু অধিকারীর গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নেপথ্যে চক্রান্তের আঁচ পেয়েছিলেন কেউ কেউ।

এবার পরপর দুর্ঘটনার জল গড়াল আদালতে। বুধবার শুভেন্দু অধিকারীর গাড়ি কেন বারবার দুর্ঘটনার কবলে পড়ছে তা জানতে সিবিআই তদন্তের আরজি জানানো হয়েছে হাই কোর্টে। 

[আরও পড়ুন: ফের দল ভাঙিয়ে সংগঠন মজবুতের পরিকল্পনা বঙ্গ বিজেপির! বনশলের ইঙ্গিতে উঠছে প্রশ্ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement