Advertisement
Advertisement

বেলা বাড়তেই পথে বিজেপি, বনধের বিরোধিতায় পালটা মিছিল তৃণমূলেরও

জোর করে দোকান বন্ধের চেষ্টা বিজেপির৷

Bjp and Tmc Supporter clash over ‘Bangla Bandh'
Published by: Sayani Sen
  • Posted:September 26, 2018 10:47 am
  • Updated:September 26, 2018 12:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামপুর কাণ্ডের প্রতিবাদে বাংলায় ১২ ঘণ্টার বনধ করছে বিজেপি৷ একটু বেলা বাড়তেই বনধের সমর্থনে মিছিল বের করে বিজেপি৷ এদিকে, বনধের বিরোধিতায় ময়দানে নামে তৃণমূলও৷ দুপক্ষের মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা৷ শুধু কলকাতাই নয়, থমথমে পরিস্থিতি শিলিগুড়িরও৷

[বনধে থমথমে ইসলামপুর, নিহতদের বাড়িতে যাচ্ছেন শুভেন্দু]

বনধের দিনে সকাল থেকে কলকাতার ছবিটা ছিল আর পাঁচদিনের মতোই৷ রাস্তায় সরকারি বাসের দেখা যেমন মিলেছে, তেমনই ছিল বেসরকারি বাসও৷ যাত্রীর সংখ্যা ছিল যথেষ্টই৷ বনধের দিন সকালে শহরের গুরুত্বপূর্ণ মোড় যেমন হাজরা, ধর্মতলা কার্যত স্বাভাবিক ছন্দেই ছিল৷ অতিরিক্ত পুলিশকর্মী ও অফিসারও মোড়ে মোড়ে সজাগ ছিলেন৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধের সমর্থনে রাস্তায় বেরোন বিজেপি কর্মী সমর্থকরা৷ প্রথমে শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে জমায়েত হন বনধ সমর্থনকারীরা৷ এর পাশাপাশি জোড়াবাগানে একটি মিছিল বের করে বিজেপি৷ ওই মিছিল ধীরে ধীরে পৌঁছায় বিধান সরণী৷ সেখানে বিজেপি কর্মীরা অটো আটকানোর চেষ্টা করে৷ এদিকে, সেই সময়ই একটি মিছিল বের করে তৃণমূলও৷ দুটি মিছিল মুখোমুখি হয়ে যায়৷ দু’পক্ষের মধ্যে একপ্রস্থ গণ্ডগোল বাধে৷ পরিস্থিতি ঘোরাল আকার নেওয়ার আগেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়৷ গণ্ডগোল মিটে যায়৷ তৃণমূলের মিছিল কিছুক্ষণের জন্য আটকে দেওয়া হয়৷ এগিয়ে যায় বিজেপির মিছিল৷

Advertisement

[বনধের সকালে কার্যত স্বাভাবিক কলকাতা, রাস্তায় অতিরিক্ত সরকারি বাস]

এরপর বিজেপির ওই মিছিল পৌঁছায় বড়বাজারে৷ তখন সবেমাত্র স্বাভাবিক ছন্দেই সবে দোকানপাট খুলেছে ওই এলাকায়৷ জোর করে দোকান বন্ধের চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা৷ তাতেই বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকরা৷ আবার দুপক্ষ বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ এদিকে, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মিছিল করেন রাসবিহারীতে৷  গড়িয়াহাটে মিছিল করেন রূপা গঙ্গোপাধ্যায়৷ বনধের বিরোধিতায় হাজরায় পালটা মিছিল করেন মুকুল রায়৷ 

[বিজেপির বাংলা বনধে বিক্ষিপ্ত অশান্তি, ব্যাহত রেল চলাচল]

কলকাতার পাশাপাশি উত্তপ্ত শিলিগুড়িও৷ বনধের সমর্থনে ওই এলাকায় দোকানপাট বন্ধের চেষ্টা করে বিজেপি৷ তাতেই বাধা দেন তৃণমূল সমর্থকরা৷ বনধ সমর্থনকারীর উপর চড়াও হন কাউন্সিলর রঞ্জন শীল শর্মা৷ বিজেপি সমর্থককে বেধড়ক মারধর করা হয়৷ পরে যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement