Advertisement
Advertisement
R G Kar Hospital Protest

একধাক্কায় বদলি রাজ্যের ৪৩ ডাক্তার! দাবি বিজেপির, আর জি কর কাণ্ডে প্রতিবাদের জের?

ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আরজি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকও।

BJP alleges 43 doctors transferred amid R G Kar Hospital protest
Published by: Paramita Paul
  • Posted:August 17, 2024 3:02 pm
  • Updated:August 17, 2024 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডের আবহেই বদলি ৪৩ চিকিৎসক। একধাক্কায় রাজ্যের চল্লিশের বেশি ডাক্তারকে বদলি করা হয়েছে বলে দাবি। অভিযোগ, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুর চড়িয়েছিলেন তারা। এটা তারই ‘শাস্তি’, দাবি বিজেপির। যদিও বিষয়টি নিয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিকে ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহারের আরজি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকও।

প্রকাশ্যে এসেছে বদলির বিজ্ঞপ্তি। দেখা গিয়েছে, রাজ্যপালের ‘ইচ্ছানুসারে’ ৪৩ ডাক্তারকে বদলি করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শাহেজাদ পুনাওয়ালা বলেন, “আজ যদি হিটলার, স্ট্যালিন, ইন্দিরা গান্ধী, কিম জং ইলের মতো স্বৈরাচারীরা থাকতেন তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাহবা দিতেন। যে ডাক্তাররা আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে হাসপাতালে মহিলাদের নিরাপত্তার দাবি তুলেছিলেন, তাঁদেরকেই বদলি করে দেওয়া হল।”

Advertisement

[আরও পড়ুন: যৌনপল্লি ঘুরে এসে নারকীয় হত্যাকাণ্ড? CBI স্ক্যানারে সঞ্জয়ের গতিবিধি]

বদলি হওয়া ডাক্তারদের নামের তালিকা প্রকাশ করেছে ইউনাইটেড ডক্টরস ফ্রন্ট অ্যাসোসিয়েশন। তারা লিখেছে, ‘বাংলার রাজ্যপাল আমাদের প্রতিবাদ সমর্থনকারী সদস্যদের অন্যায় ভাবে বদলি করেছেন। এই শাস্তিমূলক পদক্ষেপ ন্যায়বিচার ও নিরাপত্তার জন্য দাবি স্তব্ধ করতে পারবে না। আমরা আমাদের লড়াইয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’

 

তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক সংগঠনগুলি। যার জেরে ব্যাহত দেশের অন্তত ৫৫টি হাসপাতালের পরিষেবা। এমন পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহারের আরজি জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। তাদের অনুরোধ, দেশজুড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া বা়ড়ছে। এমন পরিস্থিতিতে চিকিৎসকদের কাজে ফেরা প্রয়োজন। পাশাপাশি, চিকিৎসার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা কথা  মাথায় রেখে কমিটি তৈরি হবে। 

[আরও পড়ুন: সিবিআইকে কয়েকজনের নাম বললেন বাবা-মা! আর জি কর কাণ্ডে জড়িত সহকর্মীরা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement