স্টাফ রিপোর্টার: লম্বা দৌড়। তার মাঝেই তুলে নেওয়া হবে যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক। চমকপ্রদ সে দৌড়ের থিম ‘জিএফআই’, গারবেজ ফ্রি ইন্ডিয়া। এমনই সামাজিক কর্মযজ্ঞ নিয়ে ফের শুরু হল ‘দান উৎসব’, দ্য জয় গিভিং ফেস্টিভ্যাল।
[ আরও পড়ুন: এবার স্টেশনে প্লাস্টিক ব্যবহারে এক লক্ষ টাকা জরিমানা, ঘোষণা রেলের ]
বিড়লা কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে এই ১১তম দান উৎসব চলবে ২ থেকে ৮ অক্টোবর। বুধবার ‘প্লগ রান’ দিয়ে যে উৎসবের দৌড় শুরু। ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাঁরা জগিং করতে আসেন, তাঁরাই দৌড়বেন ‘প্লগ রানে’। তবে এই দৌড় মৌলিক। তিন কিলোমিটার দৌড়ে প্রথম হওয়া নয়, রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক কুড়নোই মূল উদ্দেশ্য। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিকাল ফাউন্টেনের পাশে ক্যাসুরিনা অ্যাভিনিউ থেকেই শুরু হবে দৌড়। চৌরঙ্গী রোড, কুইনস ওয়ে হয়ে ফের তা শেষ হবে ক্যাসুরিনা অ্যাভিনিউয়ে। ওইদিনই সামাজিকভাবে পিছিয়ে থাকা শিশুদের নিয়ে যাওয়া হবে বিনোদন পার্কে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১৩৫০ জন শিশুকে নিয়ে নিক্কো পার্কে৷ পালন করা হবে ‘ফান ডে’। ৫০ জন বিশেষভাবে সক্ষম শিশুকে নিয়ে আসা হবে। কখনও যারা তিলোত্তমা দেখেনি। নিক্কো পার্কে আসার পথে কচিকাঁচারাও কুড়িয়ে আনবে প্লাস্টিক। জঞ্জালমুক্ত ভারত গড়ার লক্ষ্যেই এমন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার আধিকারিকরা।
উৎসবের দ্বিতীয় দিন অর্থাৎ ৩ অক্টোবর প্রিয়ংবদা বিড়লা অরবিন্দ আই হসপিটাল বাঁশবেড়িয়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে। সেখানে ১০০ জন রোগীর বিনামূল্যে ছানি অস্ত্রোপচার করা হবে। ওইদিনই সমাজের প্রান্তিক ৬০০ শিশুকে নিয়ে যাওয়া হবে এম পি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। শুক্রবার ৪ অক্টোবর দুঃস্থ মহিলাদের মধ্যে ব্যাগ বিতরণ করা হবে। ইচ্ছে থাকলেও যাঁদের পুজোয় নিজের জন্যে কিছু কেনার সার্মথ্য নেই এমন ৪০০ মহিলার হাতে তুলে দেওয়া হবে নতুন ব্যাগ। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ব্যাগফুল অফ স্মাইলস।’ শুক্রবারই এইচআইভি এইডস আক্রান্ত শিশুদের জন্যেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এইডস আক্রান্তদের জন্য ১০ হাজার কেজি চাল, ডাল সংগ্রহ করা হবে। পুজো উপলক্ষে তাদের হাতে তুলে দেওয়া হবে নতুন জামা। এখানেই শেষ নয়, শনিবার শ্রী গৌরাঙ্গ গৌড়ীয় মিশন সেবাশ্রমের শিশু–কিশোরদের হাতে তুলে দেওয়া হবে পুজোর জামা।
[ আরও পড়ুন: রাস্তার পাশে অসুস্থ তরুণী, নজর পড়তেই গাড়ি থামিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী ]
পরিবেশের কথা মাথায় রেখে এবার নতুন এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানে শহরের বিভিন্ন বাজারে পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ দেওয়া হবে ব্যবসায়ীদের। তাঁদের বলা হবে ক্রেতাদের প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর দিক সম্বন্ধে সচেতন করতে। দান উৎসবে ‘আনন্দ’-এর শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া হবে। তাদের বলা হবে প্রতিবেশীদের প্লাস্টিক ব্যাগের ক্ষতিকর দিক নিয়ে বোঝাতে। শহর এবং শহরতলির ২৫টি এনজিও এই উৎসবে শামিল হতে উদগ্রীব। আগ্রহীরা www.sammanawards.com এই ওয়েবসাইটে দান উৎসবের বিশদ বিবরণ দেখতে পারেন। গত বছর যারা দান উৎসবে যোগ দিয়েছিল, তাদের মধ্যে ছ’টি স্কুল, দু’টি হাউজিং সোসাইটি, দু’টি এনজিও এবং দু’জন ব্যক্তিকে দান উৎসব সম্মানে ভূষিত করা হবে। বিচারকরা সকলের মধ্য থেকে সেরাদের বেছে নেবেন। দীপাবলি, বড়দিনের মতোই দান উৎসব ক্রমশ জনপ্রিয় হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.