Advertisement
Advertisement

Breaking News

Biplab Mitra

নেতাজি ইন্ডোরে ঢোকার সময় বিপত্তি, ভিড়ের চাপে হাত কাটল মন্ত্রী বিপ্লব মিত্রের

তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Biplab Mitra injured due to massive crowd in Netaji Indoor Stadium
Published by: Sayani Sen
  • Posted:February 27, 2025 11:56 am
  • Updated:February 27, 2025 12:05 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নেতাজি ইন্ডোরে তৃণমূলের রাজ্য সম্মেলনের শুরুতেই বিপত্তি। ভিড়ের চাপে হাত কাটল ক্রেতা সুরক্ষা মন্ত্রী দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গিয়েছে, নেতাজি ইন্ডোরে ঢোকার সময় একটি কাঁচ ভেঙে যায়। ভাঙা কাঁচের দরজা বাঁ হাতের উপর পড়ে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি মন্ত্রীকে উদ্ধার করা হয়। তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন মন্ত্রী।

Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মহা সমাবেশের চেহারা নিয়েছে তৃণমূলের রাজ‌্য সম্মেলন। বুধবার রাতের মধ্যেই নেতাজি ইন্ডোর চত্বর কার্যত আমন্ত্রিত দলীয় নেতা-কর্মীদের দখলে চলে যায়। উৎসাহী কর্মীদের ভিড়ও স্বাভাবিকভাবেই অনেক বেশি। দীর্ঘদিন বাদে এমন সমাবেশের ডাক দেন মমতা। মাত্র ৭২ ঘণ্টার নোটিসে এত বড় সমাবেশের আয়োজন। ইন্ডোরে মমতার বক্তব‌্য শোনার জন‌্য পাশের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে জায়ান্ট স্ক্রিনের ব‌্যবস্থা রয়েছে। কিন্তু বুথস্তরে আরও বড় আকারে মমতার ভাষণ সরাসরি সম্প্রচারের জন‌্য রাজ‌্যজুড়ে জায়ান্ট স্ক্রিন বসানোর উদ্যোগ নেন নেতা-কর্মীরা। ইন্ডোরে মমতা কী বলবেন, স্বাভাবিকভাবে সেদিকেই নজর সকলের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement