রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আসন্ন রাজ্য সম্মেলনেও কি দলীয় কোন্দল গড়াবে ভোটাভুটিতে? সেই আশঙ্কাতেই কি ভুগছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু? ২৭ তম রাজ্য সম্মেলনের আগে দলের ফেসবুক পেজে বিমান বসুর পোস্টে তেমনই জল্পনা উসকে দিল। পোস্টে তিনি লিখেছেন, ডানকুনিতে সম্মেলন পার্টির নিয়মনীতি মেনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন। তাঁর আহ্বান, কঠিন ও জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নতুনভাবে নিজেদের শক্তির বিন্যাস ঘটাতে হবে। তাঁর এই পোস্টে প্রশ্ন উঠছে, দলের অভ্যন্তরের ‘বিদ্রোহ’ কি আছড়ে পড়তে পারে রাজ্য সম্মেলনেও? সেই আঁচ টের পেয়েই কি সতর্কবার্তা বিমান বসুর মতো প্রাজ্ঞ রাজনীতিকের?
সিপিএমের ফেসবুক পেজ থেকে বিমান বসু যে পোস্টটি করেছেন, তাতে লেখা – ”তৃণমূল-বিজেপি বিরোধী অসাম্প্রদায়িক শক্তির উন্মেষ ঘটাতে আমরা-সহ বামপন্থীদের গভীর আত্মজিজ্ঞাসার মুখোমুখি হয়ে সঠিক বোঝাপড়ায় পৌঁছতেই হবে। কঠিন ও জটিল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে নতুনভাবে নিজেদের শক্তির বিন্যাস ঘটাতে হবে।” আর এতেই উঠছে হাজারও প্রশ্ন। বিভিন্ন জেলা সম্মেলনে সম্পাদক বদল কিংবা জেলা কমিটি তৈরি নিয়ে বারবার দলের অভ্যন্তরে মতানৈক্য প্রকাশ্যে চলে এসেছে। তর্কবিতর্ক গড়িয়েছে ভোটাভুটিতেও। যা কমিউনিস্ট পার্টিতে সাম্প্রতিককালে নজিরবিহীন। শেষ উত্তর ২৪ পরগনার জেলা সম্মেলনে এই চিত্র সবচেয়ে সুস্পষ্টভাবে ধরা পড়েছে।
এবার আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিপিএমের রাজ্য সম্মেলন। ডানকুনিতে চারদিনের সম্মেলন শেষে ২৫ তারিখ প্রকাশ্য সমাবেশ। সেই রাজ্য সম্মেলনেও কি ভোটাভুটি বা দলীয় কোন্দলের আশঙ্কা করছে আলিমুদ্দিন? দলের প্রবীণ নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ফেসবুক পোস্টে তেমনই ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। রাজ্য সম্মেলনের আগে যাতে মতানৈক্য মিটিয়ে দলের নেতা-সদস্যরা একমত হতে পারেন, সে বিষয়ে সতর্ক করে এই পোস্ট বলে মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.