ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। বললেন, “শিক্ষা ব্যবস্থার ক্ষতি করছেন উনি।” শিক্ষক দিবসে পড়ুয়াদের আরও সংবেদনশীল হওয়ার বার্তাও দিলেন তিনি।
রাজ্য-রাজ্যপাল সংঘাত ক্রমশ তীব্র আক্রার নিচ্ছে। রাজ্যপালের একাধিক সিদ্ধান্ত একেবারেই মানতে পারছে না রাজ্য। তার মধ্যে প্রথম, শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ। একের পর এক উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সিভি আনন্দ বোসের সংঘাত চরমে উঠেছে। এই পরিস্থিতিতে এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এভাবে শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। রাজ্যপালের উচিত আলোচনায় বসা। উনি শিক্ষা ব্যবস্থার ক্ষতি করে চলেছেন।” এরপরই অধ্যক্ষ বলেন, তামিলনাড়ুতে এই কারণে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা হয়েছিল। আমাদের এখানেও প্রস্তাব আসছে শুনছি।”
এখানেই শেষ নয়। এদিন বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল যাদবপুর ছাত্রমৃত্যু প্রসঙ্গ। বললেন, ছাত্রদের ও শিক্ষকদের উচিত আরও সংবেদনশীল হওয়া। প্রশ্ন তুললেন, সিসিটিভি নিয়ে এত আপত্তি কীসের? তাঁর যুক্তি, সিসিটিভি তো সব জায়গায় লাগানো হচ্ছে আজকাল। তাহলে ক্যাম্পাসে সিসিটিভি নিয়ে এত জটিলতা কেন? এতে তো ভুল বার্তা যাচ্ছে। প্রসঙ্গত, যাদবপুরের হস্টেলে ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে। ব়্যাগিং রুখতে কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিলেও তা প্রয়োগে কিছুক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পড়ুয়াদের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.