স্টাফ রিপোর্টার: মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল পেশে রাজ্যপালের সায় মিলেছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই সেই বিল পেশ করতে চায় তৃণমূল পরিষদীয় দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন পেলেই তা নিয়ে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হবে বলে বিধানসভা (West Bengal Assembly) সূত্রের খবর।
তার জন্য ৭ থেকে ৯ নভেম্বরের মধ্যে এক বা দুদিনের বিশেষ অধিবেশন বসতে পারে। মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত দুটি বিলের পাশাপাশি একটি জিএসটি বিলও (GST Bill) পেশ করবে সরকারি শিবির। এর মধ্যে ৯ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। এক বা দুদিনের বিধানসভার অধিবেশন বসলে মন্ত্রিসভার বৈঠকও মুখ্যমন্ত্রী একইসঙ্গে করে নিতে পারেন বলে খবর।
তেমন হলে সেই বৈঠকেই বন ও শিল্প পুনর্গঠন এই দুই দপ্তর নিয়েও সিদ্ধান্ত হতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) এই দুই দপ্তরের মন্ত্রী। বন দপ্তরে তাঁর প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। অন্যদিকে, ৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন বসার কথা। তার আগেই বিশেষ এই অধিবেশন বসবে।
এর আগে বিধায়কদের বেতনবৃদ্ধি বিল পাশ করানোর জন্য পুজোর আগে বিশেষ অধিবেশন ডেকেছিল রাজ্য সরকার। কিন্তু সেসময় রাজ্যপাল বিলে ছাড়পত্র না দেওয়ায় সেসময় বিলটি পাশ করানো যায়নি। একদিনের সেই বিশেষ অধিবেশনের পরই অবশ্য রাজ্যপাল বিলটিতে ছাড়পত্র দিয়ে দেন। তার পরই বিশেষ এই অধিবেশনের পরিকল্পনা করা হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.