Advertisement
Advertisement
বাইকবাহিনী

বেকবাগানে পুলিশ হেনস্তার কিনারা, ট্যাটুর সূত্র ধরে গ্রেপ্তার বাইক আরোহী

আইন ভাঙার পর বারাণসীতে পালিয়ে গিয়েছিল অভিযুক্ত বাইকচালক৷

Bike rider who dragged traffic cop arrested from Kolkata
Published by: Sayani Sen
  • Posted:July 13, 2019 5:10 pm
  • Updated:July 13, 2019 5:10 pm  

সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়: সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুধুমাত্র ট্যাটুর সূত্র ধরে রাতের রাজপথে পুলিশ হেনস্তার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হল৷ ধৃত বছর উনিশের দানেশ্বর ঝাঁ৷ বারাণসীতে পালিয়ে গিয়েছিল সে৷ আবারও শহরে ফিরে আসার পর টাওয়ার লোকেশনকে সূত্র ধরে পঞ্চান্নগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্তকে৷

[ আরও পড়ুন: ১১ বছর আগের স্মৃতি উসকে ফের আগুন নন্দরাম মার্কেটে, এলাকায় যানজট]

পয়লা জুলাই বেকবাগানের কাছে কড়েয়া থানা এলাকার একটি শপিং মলের সামনে স্থানীয় পুলিশ বাহিনী নাকা চেকিং করছিল। সেই চেকিং এড়িয়ে যাওয়ার সময় বৃদ্ধকে ধাক্কা মারে তীব্র গতিতে আসা একটি মোটরবাইক। ঘটনা দেখতে পেয়ে আটকাতে যান ট্রাফিক গার্ডে থাকা পুলিশ কনস্টেবল তপন ওঁরাও। জানা গিয়েছে, পুলিশ কনস্টেবল তাড়া করতেই সেই আরোহী নিজের বাইকের গতি আরও বাড়িয়ে দেয়। কিন্তু হাল ছাড়েননি পুলিশকর্মী। বাইকের পিছনের হাতলটি ধরে ফেলেন৷ তীব্র গতির বাইকের সঙ্গে তাল মেলাতে না পেরে একসময় পড়ে যান তপনবাবু। তবুও বাইক থামাননি সেই যুবক। ওই অবস্থাতেই তপনবাবুকে টেনে হিঁচড়ে প্রায় ১০০ মিটার নিয়ে যায় ওই হেলমেটহীন মোটরবাইক চালক। তারপর রাস্তার উপরেই তাঁকে ফেলে পালিয়ে যায় ওই যুবক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতিও হন পুলিশকর্মী।

Advertisement

এই ঘটনার তদন্তে নামে পুলিশ৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়৷ ফুটেজে কেটিএম বাইক দেখতে পান তদন্তকারীরা৷ শহরে মোট ১৮০০ কেটিএম বাইক রয়েছে৷ তার মধ্যে বাছাই করে বাইক মালিকের নাম পাওয়া যায়৷ এরপর হাতিয়ার ছিল বাইক মালিকের ট্যাটু৷ তার ভিত্তিতে দানেশ্বর ঝাঁ নামে ওই যুবকের খোঁজ শুরু হয়৷ টাওয়ার লোকেশনের সূত্র ধরে জানা গিয়েছিল ঘটনার পরই বারাণসীতে পালিয়ে যায় সে৷ সেখান থেকে শহরে ফিরে আসার পরই পুলিশ অভিযুক্তকে পাকড়াও করে৷ ধৃত দানেশ্বর পার্ক সার্কাসের বাসিন্দা৷ সে সোনু স্টান্ট বলে এলাকায় পরিচিত৷ তার কাছ থেকে মোটর বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷

[ আরও পড়ুন: কবি সুভাষ স্টেশনে দরজা খুলল না কামরার, ব্যস্ত সময়ে মেট্রো মিস করে ক্ষুব্ধ যাত্রীরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement