Advertisement
Advertisement

Breaking News

বাইক দুর্ঘটনায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার, চাঞ্চল্য এলাকায়

এক বাইকে সওয়ার হয়েছিলেন চালক সহ চার জন৷ হেলমেট ছিল না তিন শিশুর মাথায়৷

Bike accident at Dunlop, 2 school children died
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 23, 2016 3:32 pm
  • Updated:November 23, 2016 3:32 pm  

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: মোটরবাইকে চড়ে স্কুলে যেতে গিয়ে মালবোঝাই লরির ধাক্কায় মৃত্যু হল দুই পড়ুয়ার৷ এক পড়ুয়া-সহ আহত আরও দুই৷ ডানলপের কাছে সবেদা বাগান এলাকায় বুধবার সকালে ঘটে এই ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিকেত যাদব (৫), অনুরাগ যাদব (৪) ও সঞ্জনা যাদব (৬) নামে কেজির তিন ছাত্রছাত্রী ডানলপের খালসা মডেল স্কুলে পাঠরত৷

এদিন সকালে মোটরবাইকে করে তাদের স্কুলে দিতে যান শম্ভুনাথ যাদব৷ সঞ্জনা তাঁর মেয়ে৷ অনিকেত ও অনুরাগ শম্ভুনাথের ভাই বিশ্বনাথ যাদবের দুই ছেলে৷ আড়িয়াদহে বাড়ি থেকে এক মোটরাবাইকে সওয়ার হন চারজন৷ পুলিশ জানিয়েছে, শম্ভুনাথের মাথায় হেলমেট থাকলেও বাকি তিন পড়ুয়ার মাথায় হেলমেট ছিল না৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডানলপের কাছে সবেদা বাগানে একটি বাসকে ওভারটেক করেন শম্ভুনাথ৷ এর পরই পিছন দিক থেকে আসা একটি মালবোঝাই লরি ধাক্কা মারে মোটরবাইকে৷ ছিটকে পড়ে চারজনই৷ তিন পড়ুয়ার মাথায় গুরুতর চোট লাগে৷ রক্তাক্ত অবস্থায় জ্ঞান হারায় তিন পড়ুয়াই৷ গুরুতর চোট পান শম্ভুনাথ যাদবও৷ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হলে অনিকেত যাদব ও সঞ্জনা যাদবকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অনুরাগকে ভর্তি করানো হয়েছে আরজিকর হাসপাতালে৷ বেলঘরিয়া রথতলার ওই বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন শম্ভুনাথ৷

Advertisement

মোটরবাইকে দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে স্কুলে৷ পুলিশ লরির চালককে আটক করেছে৷ মর্মান্তিক এই ঘটনার পরই ডানলপ চত্বরে প্রবল উত্তেজনার সৃষ্টি হয়৷ স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখাতে থাকেন৷ যার জেরে সাময়িকভাবে যানজটেরও সৃষ্টি হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement