অর্ণব আইচ: স্বাস্থ্য পরীক্ষার কারণে বন্ধ রাখা হচ্ছে শহরের আরও দুটি সেতু। বৃহস্পতিবার থেকে দক্ষিণ কলকাতার চেতলা আরসিসি ব্রিজ ও বালিগঞ্জের বিজন সেতু বন্ধ রাখা হচ্ছে। এই দুটি সেতু ভার বহনে কতটা সক্ষম, তা পরীক্ষা করে দেখবে কেএমডিএ। ইতিমধ্যে টালিগঞ্জের করুণাময়ী সেতু বন্ধ করে পরীক্ষা চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আগামী ১৪ মে সকাল ন’টা থেকে চেতলা আরসিসি ব্রিজ বন্ধ করে দেওয়া হবে। ১৮ মে ভোর পাঁচটা পর্যন্ত এই সেতু বন্ধ থাকবে। এই সেতু পেরিয়ে রাসবিহারী অ্যাভিনিউ থেকে সোজা চেতলার দিকে যাওয়ার বদলে শ্যামাপ্রসাদ মুখার্জী রোড, দেশপ্রাণ শাসমল রোড, বালিগঞ্জ সার্কুলার রোড অথবা শ্যামাপ্রসাদ মুখার্জী রোড থেকে হাজরা মোড় হয়ে জাজেস কোর্ট রোড, আলিপুর রোড হয়ে চেতলায় পৌঁছানো যাবে। চেতলার দিক থেকে পূর্বদিকে আসার জন্য আলিপুর রোড থেকে দুর্গাপুর ব্রিজ অথবা আলিপুর রোড থেকে রাজা সন্তোষ রোড ও বর্ধমান রোড হয়ে গাড়ি ঘুরিয়ে দেয়া হবে।
এদিকে, ১৪ মে সকাল ৬টা থেকে ১৮ মে ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকবে গড়িয়াহাটের বিজন সেতু। রাসবিহারী কানেক্টর থেকে গড়িয়াহাটে আসার জন্য ভিন্ন পথে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে। গড়িয়াহাট থেকেও রাসবিহারী কানেক্টরের দিকে যাওয়ার জন্য ঘুরিয়ে দেওয়া হবে যানবাহন। দুটি সেতু বন্ধ থাকলেও লকডাউনের সময় গাড়ির সংখ্যা কম থাকায় দক্ষিণ কলকাতায় যানজট হবে না বলে আশাবাদী পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.