ফাইল ছবি
অর্ণব আইচ: প্রেম জমে উঠেছিল বিহারে। আধার কার্ডে প্রেমিকার বয়স ১৮ পেরিয়েছে। তাই লুকিয়ে বিয়ে করে কলকাতায় এসে ঘর বাঁধার সিদ্ধান্ত নেয় যুগল। কিন্তু বাদ সাধল বিহারের সেকেন্ডারি স্কুল বোর্ডের অ্যাডমিট কার্ড। ওই কার্ড অনুযায়ী, ওই স্কুল ছাত্রী এখনও নাবালিকা। তাই প্রেম দিবসের আগেই ভাঙল প্রেম। প্রেমিকার বাবার অভিযোগের ভিত্তিতে মধ্য কলকাতার জোড়াসাঁকো থেকে প্রেমিক রাজ কুমারকে গ্রেপ্তার করল বিহার পুলিশের টিম। কলকাতা পুলিশের সহযোগিতায় উদ্ধার হল ওই ছাত্রীও।
পুলিশ জানিয়েছে, বিহারের লালগঞ্জে ওই ছাত্রীর বাড়ি। তার বাড়ির কাছেই রাজ কুমারের মামার বাড়ি। মধ্য কলকাতায় একটি ট্রান্সপোর্ট সংস্থার কর্মী রাজ। আসলে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা রাজ কয়েকমাস আগে তাঁর মামার বাড়ি বেড়াতে যায়। সেখানেই তার সঙ্গে ওই দ্বাদশ শ্রেণির ছাত্রীর সঙ্গে পরিচয় হয়। এর পর সোশাল মিডিয়ায় দু’জনের যোগাযোগ ও ফোনে কথা চলতে থাকে। কিছুদিন আগে রাজ ফের কলকাতা থেকে মজফ্ফরপুর ও তার পর লালগঞ্জে যায়। প্রেমিকার সঙ্গে দেখা করে তার আধার কার্ড দেখতে চায়। আধার কার্ডে মেয়েটির বয়স ১৮ বছর ৪ মাস। তাই একটি মন্দিরে গিয়ে বিয়ে করে রাজ তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে আসে কলকাতায়। আর সেই খবর বাড়িতেও জানিয়ে দেয় মেয়েটি। তারা দুজন মিলে ওঠে জোড়াসাঁকো এলাকার তারাচাঁদ দত্ত স্ট্রিটে।
কিন্তু কলকাতায় আর প্রেম দিবস পালন করা হল না যুগলের। রবিবারই মুজফ্ফরপুরের সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। সোমবারই মুজফ্ফরপুর থেকে তিনি কলকাতায় এসে পৌঁছন বিহার পুলিশের টিমের সঙ্গে। তাঁকে ও বিহার পুলিশ আধিকারিকদের তাঁর মেয়ে ও মেয়ের প্রেমিক নিজেদের আধার কার্ড দেখিয়ে বয়সের প্রমাণ দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাঁদের পালটা সেকেন্ডারি স্কুল বোর্ডের অ্যাডমিট কার্ড দেখায়। তাতে দেখা যায় যে, ওই ছাত্রীর বয়স ১৭ বছর ৮ মাস। সেই ক্ষেত্রে সে নাবালিকা। বিহার পুলিশের সঙ্গে জোড়াসাঁকো থানার পুলিশ আধিকারিকরাও। ওই ছাত্রীকে পুলিশ উদ্ধার করে। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজ কুমারকে। যুগলকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে। বিহার পুলিশের এক আধিকারিক জানান, তাঁরা দু’জনকেই আদালতে পেশ করবেন। এর পর মেয়েটির কাছ থেকে তার বয়ান ও অভিযোগ নেওয়া হবে। তারই ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.