ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সল্টলেকের দত্তাবাদে উদ্ধার কৌটো বোমা। শনিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে ওই এলাকায় আসে। স্থানীয়দের অভিযোগ, একের পর এক কৌটো বোমা ছোঁড়ে তারা। তবে কোনওটা না ফাটায় ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই দুষ্কৃতীরা। রবিবার সকালে বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌটো বোমা উদ্ধার করে।
দত্তাবাদের বাসিন্দাদের অভিযোগ, ক্রমশই তাঁদের এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। সেই অভিযোগের প্রমাণ মিলল শনিবার রাতে। অভিযোগ, ওইদিন রাতে বেশ কয়েকজন অপরিচিত যুবক মুখে কালো কাপড় বেঁধে এলাকায় আসে। বাইকে চড়ে প্রায় গোটা এলাকাই টহল দেয় তারা। এরপর বেশ কয়েকটি কৌটো বোমা এলাকায় ছুঁড়ে ফেলে। যদিও সেগুলো ফাটেনি। তাই রাতেই এলাকা ছাড়ে অভিযুক্তরা। রবিবার সকালে স্থানীয়রা এলাকায় কৌটো বোমা পড়ে থাকতে দেখে চমকে ওঠেন। লোকমুখে প্রায় গোটা এলাকাতেই খবর রটে যায়। বিধাননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। কৌটো বোমা উদ্ধার করেন পুলিশকর্মীরা।
কে বা কারা এলাকায় কৌটো বোমা ফেলে রেখে গেল, সে বিষয়ে এখনও কিছুই জানতে পারেনি পুলিশ। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুরভোটের আগে যদিও এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ফিসফিসানি। বিরোধীদের দাবি, এই ঘটনার সঙ্গে শাসকদলের যোগসাজশ রয়েছে। তারাই রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরির চেষ্টা করছে। যদিও শাসকদল এ বিষয়ে একটি শব্দ খরচ করতে নারাজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.