Advertisement
Advertisement

এবার ক্রেতাকে প্লাস্টিক ব্যাগ দিলেই ৫০০ টাকা জরিমানা

সেপ্টেম্বর মাসের শুরু থেকেই এই নিয়ম কার্যকর করে দিল বিধাননগর পুরনিগম৷

Bidhannagan Civic body will fine vendors for providing plastic bags
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 11, 2016 10:01 am
  • Updated:September 11, 2016 10:01 am  

কলহার মুখোপাধ্যায়: বেআইনি প্লাস্টিক ক্যারি ব্যাগ নিষিদ্ধ করতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর৷ ক্যারি ব্যাগে পুরে মাল বিক্রি করলেই ৫০০ টাকা স্পট ফাইন দিতে হবে বিক্রেতাকে৷

শুধু তাই নয়, তিনবার একই অপরাধে জরিমানা হলে ট্রেড লাইসেন্স নবীকরণের ক্ষেত্রে সমস্যায় পড়বেন বিক্রেতারা৷ ৪০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ রুখতে অভিযান শুরু করে দিয়েছে বিধাননগর৷ গঠন করা হয়েছে একটি স্পেশাল টাস্ক ফোর্স৷ ১ সেপ্টেম্বর থেকে বাজারে বাজারে ঝটিকা সফরে যাচ্ছে সেই টিম৷ নিগম সূত্রে জানা যাচ্ছে, গত তিনদিনে বৈশাখী এবং নারায়ণপুর বাজারে ঘুরে প্রায় ১০ হাজার বেআইনি প্লাস্টিক ব্যাগের প্যাকেট বাজেয়াপ্ত করা হয়েছে৷ সামনের সপ্তাহে বাগুইআটি, কেষ্টপুর, কৈখালি এবং জগৎপুর বাজারে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে এই টাস্ক ফোর্স৷

Advertisement

কয়েকদিন আগে দমদম পুরসভার উদাহরণ টেনে বলা হয়েছিল বেআইনি প্লাস্টিক ক্যারি ব্যাগ বিরোধী অভিযানে বিধাননগর পিছিয়ে৷ শুধু বাইরে থেকে নয়, ঘরের অন্দরেও সমালোচনার সুর ক্রমশ জোরালো হচ্ছিল৷ বেশ কিছুদিন আগে বিধাননগরের মেয়র প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন৷ সম্প্রতি ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ায় অনেক কিছুর সঙ্গে প্লাস্টিককেও কাঠগড়ায় তুলেছিলেন মেয়র পারিষদ সদস্য(স্বাস্থ্য)৷ নিকাশি ব্যবস্থার বেহাল দশার জন্য প্লাস্টিক ব্যবহারও দায়ী বলে জানিয়ে অবিলম্বে তা নিষিদ্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন তিনি৷ এরপর মেয়র পরিষদ সদস্যদের বৈঠকে ৪০ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়৷ পরে বোর্ড মিটিংয়ে ৫০০ টাকা জরিমানা নেওয়ার সিদ্ধান্ত হয়৷ যা সেপ্টেম্বর মাসের শুরু থেকেই কার্যকর করে দিল বিধাননগর পুরনিগম৷

নিগমের মেয়র পরিষদ সদস্য (পরিবেশ) জানাচ্ছেন, পরিবেশ দফতরের কর্মীদের নিয়ে ৫ থেকে ৬ জনের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ তাদের কাজ হবে বাজার চলাকালীন ঝটিকা সফরে বেরিয়ে দোকানে দোকানে হানা দেওয়া৷ কোনও দোকানে বেআইনি প্লাস্টিক মিললেই প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে প্রাথমিকভাবে তাঁদের সতর্ক করা হবে৷ এরপরও যদি ওই দোকানদারকে ফের প্লাস্টিকে মাল বিক্রি করতে দেখা যায় তাহলে হাতে হাতে ৫০০ টাকা জরিমানা করা হবে তাঁদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement