নব্যেন্দু হাজরা: ভুটান থেকে আসা জলেই ভাসছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এই সমস্যা ঠেকাতে রাজ্য থেকে কেন্দ্রের কাছে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব রাখলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মঙ্গলবার বিধানসভায় প্রস্তাব দিয়েছেন মন্ত্রী। রাজ্য়ের শাসকদলের প্রতিনিধির পাশাপাশি দলে থাকবে বিরোধী দলের প্রতিনিধিরাও। উল্লেখ্য, ইতিপূর্বে গঙ্গার ভাঙন রোধের জন্য় রাজ্যের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছিল রাজ্য়। কিন্তু বিরোধী দলের গড়িমসিতে সেটা আর হয়ে ওঠেনি। ফলে এক্ষেত্রেও সেচমন্ত্রীর প্রস্তাব কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
ফি বর্ষায় বন্য়ায় ভাসে উত্তরবঙ্গের ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা। ঘরছাড়া হয় বহু মানুষ। রাজ্যের বরাবরের অভিযোগ, এই বন্য়ার নেপথ্যে যতটা না বাংলার বর্ষা থাকে, তার চেয়ে অনেকাংশে বেশি দায়ী হয় ভুটানের বৃষ্টি। সে দেশের বৃষ্টির জেরেই ভাসে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। এ প্রসঙ্গে মঙ্গলবার বিধানসভায় বলেন, “ভুটান থেকে আসা জলের কারণেই প্রতি বছর বন্যা হয়। এর জন্য কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন।”
এই ইস্যুতে বিধানসভায় প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেচমন্ত্রী পার্থ ভোমিক বলেন, “এই ইস্যু নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল গিয়ে কেন্দ্রের কাছে দরবার করার প্রয়োজন রয়েছে। তাই আসুন, সকলে মিলে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করি।” এর আগে গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের সর্বদলীয় প্রতিনিধি দল যাওয়ার কথা ছিল। তবে অজ্ঞাত কারণে বিরোধীরা যাননি। এনিয়ে এদিনবিধানসভায় উষ্মা প্রকাশ করেন সেচমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.