Advertisement
Advertisement

বাম-কংগ্রেস ভারত বনধে মিলল না সাড়া, কলকাতায় স্বাভাবিক জনজীবন

যাদবপুরে বামেদের মিছিল, রেল অবরোধ৷

Bharat Bandh against Petrol price hike, kolkata remains normal
Published by: Tanumoy Ghosal
  • Posted:September 10, 2018 8:59 am
  • Updated:September 10, 2018 9:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহের প্রথম কাজের দিনেই বনধ! তবে তেমন প্রভাব পড়েনি শহর কলকাতায়৷ সচল জনজীবন, রাস্তায় নেমেছে বাস-সহ অন্যন্য গাড়িও৷ হাওড়া ও শিয়ালদহ শাখায় মোটের উপর স্বাভাবিক ট্রেন চলাচল৷ তবে শিয়ালদহ দক্ষিণ শাখার যাদবপুর ও দক্ষিণ বারাসত স্টেশনে রেল অবরোধের চেষ্টা করেছিলেন বনধ সমর্থকরা৷ এদিকে বনধের অশান্তি এড়াতে শহরে মোতায়েন ১৫০০ পুলিশরকর্মী৷ বিশেষ নজরদারি মেট্রো স্টেশন ও ফেরিঘাটে৷ লালবাজারে তো বটেই, জনজীবন স্বাভাবিক রাখতে কন্ট্রোল রুম খুলেছে পরিবহণ দপ্তর৷

[বনধে অশান্তির হুমকি, রাজ্যের ঘাড়ে দায় চাপাতে মরিয়া সূর্য]

Advertisement

লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য-সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাবি৷ এই প্রতিবাদে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস৷ বনধে সমর্থন করেছে বামেরাও৷ নীতিগত সমর্থন থাকলেও বনধে সমর্থন নেই তৃণমূল কংগ্রেসের৷ পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার শহরে পালটা প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে শাসকদল৷ কিন্তু, ঘটনা হল, সোমবার বনধে তেমন কোনও প্রভাবই পড়েনি শহরে৷ সপ্তাহের আর পাঁচটা দিনের মতোই সচল জনজীবন৷ বাস, ট্রাম, অটো সবই চলছে৷ সকালে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে বনধের সমর্থনে মিছিল বের করে বামেরা৷ যাদবপুর স্টেশনেও কিছুক্ষণ চলে রেল অবরোধ৷ তবে শিয়ালদহ ও হাওড়া ট্রেন চলাচলে বনধে প্রভাব পড়েনি৷ অশান্তি এড়াতে শহরে মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশকর্মীরা৷ বিশেষ নজরদারি চলছে মেট্রো স্টেশন ও ফেরিঘাটগুলিতে৷ ৪০০টি অতিরিক্ত সরকারি বাস ও দূরপাল্লার বাস রাস্তায় নামিয়েছে পরিবহণ দপ্তর৷ বনধে তেমন প্রভাব পড়েনি হাওড়াতেও৷ সকালে পথ অবরোধকে কেন্দ্র করে অবশ্য কিছুটা উত্তেজনা ছড়িয়েছিল দাশনগরে৷ দাশনগরের শানপুরে হাওড়া-আমতা রোড অবরোধ করেন বাম সমর্থকরা৷ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়৷ উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়৷

পালাবদলের পর, এ রাজ্যে বনধ সংস্কৃতির অবসান ঘটাতে কড়া অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ সোমবার জনজীবন স্বাভাবিক রাখতে যেমন তৎপর প্রশাসন, তেমনি আবার বনধের অজুহাতে অফিস কামাই করলে ছাড় পাবেন না সরকারি কর্মচারীরাও৷ তাঁদের একদিনের বেতন কেটে নেবে সরকার৷ এমনকী, সোমবার অর্ধদিবস ছুটি নেওয়াতে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা৷

[ আদ্যিকালের রেকে ইতি, এবার স্বাচ্ছন্দ্যের যাত্রা শিয়ালদহ দক্ষিণ শাখায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement