Advertisement
Advertisement

Breaking News

Kolkata Police

কলকাতা পুলিশের দশম ডিভিশন ভাঙড়, আট থানার প্রতিটিতে ১৭৫ পুলিশকর্মী

ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।

Bhangar is now officially 10th division of Kolkata Police | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:August 23, 2023 3:16 pm
  • Updated:August 23, 2023 3:23 pm  

অর্ণব আইচ: সরকারিভাবে ভাঙড় যুক্ত হল কলকাতা পুলিশে (Kolkata Police)। মঙ্গলবার নবান্ন থেকে প্রকাশ হওয়া নির্দেশিকায় জানানো হয় যে, কলকাতা পুলিশের দশম ডিভিশনটি হচ্ছে ভাঙড় ডিভিশন। এর আওতায় রয়েছে আটটি থানা। সেগুলি হচ্ছে হাতিশালা, পোলেরহাট, উত্তর কাশীপুর, বিজয়গঞ্জ বাজার, মাধবপুর, চন্দনেশ্বর, বোদরা ও ভাঙড়। এ ছাড়াও ওই ডিভিশনের ট্রাফিক নিয়ন্ত্রণে নতুন ভাঙড় ট্রাফিক গার্ড তৈরি করা হয়েছে।

ডিভিশনে দু’জন ডিসি পদমর্যাদার আওতায় থাকছেন চারজন অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনার। প্রত্যেক থানায় থাকছেন ওসি, অতিরিক্ত ওসি, দশজন সাব ইন্সপেক্টর, চারজন মহিলা সাব ইন্সপেক্টর, দু’জন সার্জেন্ট, ১২ জন অ‌্যাসিস্ট‌্যান্ট সাব ইন্সপেক্টর, তিনজন মহিলা এএসআই, ৮০ জন কনস্টেবল, ৩০ জন মহিলা কনস্টেবল, ১২ জন গাড়ি চালক। ভাঙড় ট্রাফিক গার্ডে থাকছেন একজন এসি, দু’জন ইন্সপেক্টর, ১৫ জন সার্জেন্ট, ১৫ জন এএসআই, ১০০ জন কনস্টেবল।

Advertisement

[আরও পড়ুন: ১০ হাজার বেতন হলেই শ্রমিক কল‌্যাণ আইনের আওতায়, নয়া বিল রাজ্যের]

ইস্ট ডিভিশনের আওতায় থাকলেও কলকাতা লেদার কমপ্লেক্স থানায় এই সংখ‌্যক পুলিশই থাকছে। এ ছাড়াও গোয়েন্দা বিভাগের জন‌্য আলাদাভাবে ৯৩ জন ও স্পেশাল ব্রাঞ্চের জন‌্য ৩৬ জন পুলিশকর্মী ও আধিকারিক নিয়োগ করছে লালবাজার। বুধবার চারজন ইন্সপেক্টরকে লালবাজার দায়িত্ব দিয়েছে আটটি থানার পরিকাঠামো তৈরি করার। সেই কাজ শেষ হলেই থানাগুলি উদ্বোধন হবে।

[আরও পড়ুন: Mamata Banerjee: কবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’? আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement