Advertisement
Advertisement
Bhaichung Bhutia

বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপত্তা পাক, আরজি বাইচুংয়ের, মুখ খুললেন মণিপুর নিয়েও

অগ্নিগর্ভ মণিপুর নিয়ে কী বললেন প্রাক্তন ফুটবলার?

Bhaichung Bhutia opens up Bangladesh and Manipur issue
Published by: Anwesha Adhikary
  • Posted:December 4, 2024 10:23 pm
  • Updated:December 4, 2024 10:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দুদের উপর লাগাতার নির্যাতন চলছে বাংলাদেশে। এবার সেই নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়া। তাঁর মতে, বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মুখ খুলেছেন। কড়া বিবৃতি দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফেও। সংখ্যালঘুদের সুরক্ষিত রাখতে হবে, দাবি জানান বাইচুং।

বুধবার হিমালয়ান অরেঞ্জ টুরিজ্যম ফেস্টিভালে এসেছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। সেখানেই অগ্নিগর্ভ বাংলাদেশ এবং মণিপুর- দুই ইস্যুতেই মুখ খোলেন তিনি। প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্নের উত্তরে বাইচুং জানান, “এই বিষয়ে কথা বলা আমার সাজে না। তবে আমি জানি মাননীয়া মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যুতে মুখ খুলেছেন। বিবৃতি জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফেও। আশা করি, সংখ্যালঘুদের পর্যাপ্ত নিরাপত্তা দেবে বাংলাদেশ সরকার।”

Advertisement

গত বছরের মে মাস থেকে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য মণিপুরও। সেই নিয়েও এদিন মুখ খোলেন বাইচুং। তাঁর কথায়, “আমার মনে হয়, ভারতীয় হিসেবে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। আমাদের দেশ অনেক বড়। সেই দায়িত্বটা আমাদেরই গ্রহণ করতে হবে। পাশাপাশি আশা করব, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারও নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”

বাইচুং আরও বলেন, “মণিপুরের বিক্ষোভ সাম্প্রদায়িক ঘটনা। শান্তি ফেরানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যথাযোগ্য পদক্ষেপ করা হচ্ছে। আমার মতে, বিভিন্ন সম্প্রদায়ের নেতাদেরও এগিয়ে আসতে হবে।” মণিপুর থেকে উঠে আসা ক্রীড়াবিদরা কীভাবে দেশের মুখ উজ্জ্বল করেছেন, সেই কথাও তুলে ধরেন প্রাক্তন ফুটবলার। তাঁর আশা, দ্রুতই স্বাভাবিক ছন্দে ফিরবে উত্তর-পূর্বের রাজ্যটি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement