সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ। সপ্তম বাণিজ্য সম্মেলনে (BGBS) ৪০টিরও বেশি দেশের শিল্পপতিরা বঙ্গে ব্যাপক বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। সব মিলিয়ে অঙ্কটা ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ হাজার কোটি টাকা। সেই ব্যাপক বিনিয়োগের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল শিক্ষা ও স্বাস্থ্যখাতের বিনিয়োগ।
বাণিজ্য সম্মেলনে বাংলার প্রাপ্তি:
মোট মউ ১৮৮
ডিভিসির সঙ্গে যৌথ উদ্যোগে রাজ্যের ১০০০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট
কৃষি ও পশুপালনে ১,৩১৪ কোটি টাকার লগ্নি
৫ লক্ষ চাষির উপার্জন বাড়াতে আইটিসির বিশেষ প্রকল্প
স্কুল শিক্ষায় ১,৬৭৬ কোটি, উচ্চশিক্ষায় লগ্নির প্রস্তাব ৩৬০ কোটি টাকার
৩৮টি নতুন আইটিআই
স্বাস্থ্যক্ষেত্রে মোট বিনিয়োগ ৭৯৩৩ কোটি
হোটেল ব্যবসায় লগ্নি ৫ হাজার কোটি
বার্জার পেইন্টসের রিষড়া ও পানাগড়ে কারখানা এবং নিউটাউনে অফিস
প্রসূন মুখোপাধ্যায়ের সংস্থা ডেটা সেন্টারে ২০০০ কোটি টাকা লগ্নি করবে
টেক্সম্যাকো-সোলাসিয়ার যৌথ উদ্যোগে ওয়াগন কারখানায় ৫০০ কোটির লগ্নি
পানাগড় শিল্পতালুকে সিঙ্গাপুরের সংস্থার সার কারখানায় ১০০০ কোটির লগ্নি
ডানকুনিতে স্পিনিং মিল, গুড়াপ ও আসানসোলে বস্ত্র কারখানা, পরিধান গারমেন্ট পার্ক ওয়েলফেয়ারের নতুন হোসিয়ারি পার্ক
সব প্রস্তাব বাস্তবায়িত হলে রাজের প্রায় সব প্রান্তই কোনও না কোনও শিল্পের সঙ্গে যুক্ত হয়ে যাবে। সেই সঙ্গে ব্যাপক কর্মসংস্থানেরও সম্ভাবনা তৈরি হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.