সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিএম কিষাণ যোজনা বাংলা প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ। তার ফলে বাংলার কৃষকরা বঞ্চনার শিকার হচ্ছেন বলে বারবার সুর চড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। কৃষক দিবসে আরও একবার সেই ইস্যুতেই বাংলার সরকারকে তোপ দাগলেন তিনি।
রাজ্যপাল টুইটে লেখেন, “আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলব পিএম কিষাণ যোজনার সুবিধা থেকে কৃষকদের বঞ্চিত করে কার্যত অন্যায় করছেন তিনি। এক একজন কৃষকের ১২ হাজার টাকা ক্ষতি হয়েছে। ৮ হাজার ৪০০ কোটি টাকা মোট ক্ষতি হয়েছে তাঁদের।”
#KisanDiwas I call upon CM @MamataOfficial to undo grave injustice to farmers by continuing to deny benefit #PMKISAN.
So far, each farmer has lost Rs. 12,000 & total loss to farmers of State is Rs. 8400 crores. This is heart-renderingly worrisome and calls for soul-searching. pic.twitter.com/owp4EIikpu
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 23, 2020
রাজ্যের কৃষকদের (Farmers) নিয়ে বাংলার সরকার রাজনীতি করছেন বলেও টুইটে অভিযোগ করেন তিনি। তার ফলে দেশের গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংসের মুখে পৌঁছনোর আশঙ্কাও করেন রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
Time to address the concerns I have been continually raising including in communication dated Sept 29 and show अन्नदाता the respect deserved. Denial #PMKisan is bad politics and imprudent econmics. This confrontational stance @MamataOfficial is a staggering blow to farm sector.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 23, 2020
দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের সঙ্গে একাধিকবার সংঘাতে জড়িয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও প্রশাসনিক আবার কখনও অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তিনি। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। আদৌ রাজ্যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন। অমিত শাহের (Amit Shah) বঙ্গ সফরের পরই সাংবাদিক বৈঠক করে সোনার বাংলা গড়ার ডাকও দিয়েছেন তিনি। সেদিনের সাংবাদিক বৈঠকে পিএম কিষাণ যোজনা নিয়েও মুখ খুলেছিলেন রাজ্যপাল। কৃষক দিবসে এই টুইটে আরও একবার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সম্পর্কে যে আঘাত হানল, তা বলাই যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.