ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সংসদের বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিক কিংবা শ্রমিক স্পেশ্যালে পরিযায়ীদের মৃত্যু নিয়ে তথ্য (Data) দিতে পারেনি কেন্দ্র সরকার। জানিয়েছে, তাঁদের কাছে এ সংক্রান্ত কোনও তথ্যই নেই। তা নিয়ে সোমবার মোদি সরকারকে বিঁধলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবস (International Day for Universal Access to Information)। এদিন টুইটারে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, ” আজ আন্তর্জাতিক তথ্যের অধিকার দিবস। বাদল অধিবেশনে কেন্দ্রের স্বরূপ যেভাবে প্রকাশ্যে এসেছে, তাতে আমি স্তম্ভিত। বেশিরভাগ প্রশ্নে কেন্দ্র বলেছে, তাঁদের কাছে কোনও তথ্য নেই। প্রত্যেক নাগরিকের তথ্য জানার অধিকার আছে। সরকার মানুষের কাছে দায়বদ্ধ।”
Today is International Day for Universal Access to Information. It is shocking how GOI got exposed during the recent Parliament session. Most answers said ‘no data available’. Every citizen has a right to information. The government is answerable and accountable to the people.
— Mamata Banerjee (@MamataOfficial) September 28, 2020
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে প্রশ্ন করে বিরোধী দলগুলি। শ্রমিক স্পেশ্যাল ট্রেনে কতজন শ্রমিকের মৃ্ত্যু হয়েছে, সেই প্রশ্নও তোলেন বিরোধীরা। জবাবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানিয়েছিলেন, বাড়ি ফেরার পথে কতজন শ্রমিকের মৃত্যু হয়েছে, তা জানেই না সরকার। তাঁদের কাছে এ সংক্রান্ত কোনও তথ্য নেই। এমনকী, শ্রমিক স্পেশ্যালে মৃত্যুর তথ্য নিয়েও জলঘোলা হয়। এদিন সেসব নিয়েই কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন মমতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.