Advertisement
Advertisement

Breaking News

Kolkata

প্রেমের ফাঁদে পা দিয়েই আত্মঘাতী হচ্ছে বাঙালি! সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এক বছরে দেশে প্রেমে ধাক্কা খেয়ে আত্মঘাতীর সংখ্যা ৭৪৩৭।

Bengalees allegedly committing killed themselves after entrapped into love! Sensational information emerged in the survey

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 6, 2023 12:27 pm
  • Updated:December 6, 2023 12:27 pm  

অর্ণব আইচ: প্রেমের ফাঁদ পাতা বাংলায়। আর প্রেমের ফাঁদে পা দিয়েই আত্মঘাতী হচ্ছে বাঙালি। কখনও বা প্রেমে ধাক্কা খেয়ে। আবার কখনও বা বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে। আর তার সঙ্গে সাংসারিক কারণ রয়েছেই। তবে কলকাতা-সহ সারা রাজ্যেই গত বছরের থেকে আত্মহত‌্যার সংখ‌্যা কমেছে। কলকাতায় উল্লেখযোগ‌্যভাবে কমেছে আত্মহত‌্যার সংখ‌্যা। যদিও সারা দেশে গড় হিসাবে আত্মহত‌্যার ঘটনার গ্রাফ উর্ধ্বমুখীই। সম্প্রতি কেন্দ্র থেকে প্রকাশিত হওয়া ন‌্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) সমীক্ষায় উঠে এসেছে এই চাঞ্চল‌্যকর তথ‌্য।

এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, গত বছর সারা দেশে ঘটেছে ১ লাখ ৭০ হাজার ৯২৪টি আত্মহত‌্যার ঘটনা। তার আগের বছর, ২০২১ সালে করোনা পরিস্থিতিতেও দেশব‌্যাপী এই সংখ‌্যা ছিল ১ লাখ ৬৪ হাজার ৩৩। যদিও বাংলার ক্ষেত্রে আত্মহত‌্যার গ্রাফ নিম্নমুখী। ২০২১ সালে রাজ্যে আত্মহত‌্যার সংখ‌্যা ছিল ১৩ হাজার ৫০০টি। গত বছর এই সংখ‌্যা কমে দাঁড়ায় ১২ হাজার ৬৬৯। এর মধ্যে কলকাতায় হয়েছিল ২৮৩টি। সেখানে ২০২১ সালে কলকাতায় হয়েছিল ৪১৩টি আত্মহত‌্যা। লালবাজারের সূত্র জানিয়েছে, সোশাল মিডিয়া ও বিভিন্ন জায়গায় বৈঠক করে শহরবাসীকে বোঝানো হয়েছে, কেউ যদি হতাশায় ভোগেন বা মানসিকভাবে বিপর্যস্ত হন, তবে সঙ্গে সঙ্গে যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বিশেষ হেল্পলাইন নম্বরও দেওয়া হয়। আত্মঘাতী হতে চলেছেন, সোশাল মিডিয়ায় এমন খবর পেয়েও অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কলকাতা পুলিশ অনেকের প্রাণ বাঁচিয়েছে। পুলিশের মতে, সেই কারণেই কলকাতায় আত্মহত‌্যার সংখ‌্যা উল্লেখযোগ‌্যভাবে কমেছে।

Advertisement

[আরও পড়ুন: নিজের ফ্ল্যাটেই আগুন ধরাতেন, প্রতিবেশীরা প্রতিবাদ করতে এ কী করলেন মহিলা!]

এনসিআরবি-র পরিসংখ‌্যান অনুযায়ী, সারা দেশে প্রেমে ধাক্কা খেয়ে হাতাশায় আত্মঘাতীর সংখ‌্যা ৭৪৩৭। তবে ভালবাসায় প্রত‌্যাখান সহ‌্য করতে না পেরে পুরুষরাই বেশি আত্মহত‌্যা করেছেন। প্রেমের কারণে দেশে আত্মহত‌্যা করেছেন ৪৬৩২ পুরুষ ও ২৮০৫ মহিলা। এই রাজ‌্যও ব‌্যতিক্রম নয়। রাজ্যে গত বছর প্রেমের ফাঁদে পড়ে আত্মহত‌্যা করেন ৪২০ জন পুরুষ ও ৩৩৩ জন মহিলা। এই বিশেষ কারণে মোট আত্মঘাতীর সংখ‌্যা ৭৫৩। কিন্তু এই ‘ফর্মুলা’ থেকে যেন একটু আলাদা কলকাতা। পুলিশের মতে, শহরে বেশি আবেগপ্রবণ মহিলারাই। তাই কলকাতায় প্রেমে পড়ে আত্মহত‌্যা করেছেন ৫ জন পুরুষ ও ৬ জন মহিলা। শহরে এই কারণে মোট আত্মঘাতীর সংখ‌্যা ১১। আবার রাজ্যে ডিভোর্সের ‘আঘাত’ সহ‌্য করতে না পেরে আত্মহত‌্যা করেছেন ২১ জন পুরুষ ও পাঁচজন মহিলা মিলিয়ে মোট ২৬ জন। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আত্মহত‌্যা করেছেন মোট ১৫১ জন। এর মধ্যে ১০২ জন পুরুষ ও ৪৯ জন মহিলা। আবার স্বামী বা স্ত্রী অন‌্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে, তা সন্দেহ করেই আত্মহত‌্যা করেছেন আটজন।

এ ছাড়াও পণের কারণে গত বছর রাজ্যে আত্মঘাতী হয়েছেন ১২৮ জন মহিলা। রাজ্যে সর্বস্ব খুইয়ে কেউ আত্মহত‌্যা করেননি। কিন্তু বিবাহ সম্পর্কিত কারণে ২৯৫ জন পুরুষ ও ৩৮৮ মহিলা মিলিয়ে মোট ৬৮৩ জন এবং বিবাহ মিটমাট না হওয়ার কারণে ৫২ জন পুরুষ ও ২৪ জন মহিলা মিলিয়ে মোট ৭৬ জন আত্মঘাতী হয়েছেন। আবার অন‌্যান‌্য ধরনের বিবাহ সম্পর্কিত বিষয়ে আত্মহত‌্যা করেছেন ১২০ জন পুরুষ ও ১৮২ জন মহিলা মিলিয়ে মোট ৩০২ জন। বিভিন্ন সাংসারিক কারণে রাজ্যে ১৫৩৯ জন পুরুষ ও ১০৭১ জন মহিলা মিলিয়ে মোট ২৬১০ জন আত্মঘাতী হয়েছেন। অসুস্থতার জন‌্য রাজ্যে আত্মঘাতী হয়েছেন ৮৮৫ জন, যার মধ্যে কলকাতায় এই সংখ‌্যা ৪৮। আবার মানসিক বিপর্যস্ত হয়ে রাজ্যে ৭৩৪ জন আত্মহত‌্যা করেছেন। কলকাতায় এই সংখ‌্যা ৪৮। দীর্ঘ রোগে ভুগে রাজ্যে আত্মহত‌্যা করেছেন ১৪২ জন। দারিদ্রের জন‌্য রাজ্যে কেউ আত্মহত‌্যা না করলেও ১২ জন পুরুষ বেকারত্বের কারণে আত্মহত‌্যা করেছেন। অন‌্যান‌্য কারণে ৪০৮৮ জন আত্মঘাতী হন। তবে রাজ্যে ৩৪৩৬ জন বাসিন্দা আত্মহত‌্যার কারণ জানা যায়নি বলে জানিয়েছে এনসিআরবি।

[আরও পড়ুন: বিধানসভায় প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘চোর’ স্লোগান! ৬০ TMC বিধায়কের বিরুদ্ধে FIR]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement