Advertisement
Advertisement

সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার থিম এবার শারদীয়া

দেশের পর্যটন মানচিত্রে বাংলা যে এখন একটা নতুন ডেস্টিনেশন, তা দেখাবে পশ্চিমবঙ্গ৷

Bengal will showcase Durga Puja Festival this Republic Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 23, 2017 10:25 am
  • Updated:January 23, 2017 10:27 am

স্টাফ রিপোর্টার: বাংলার কথা, বাঙালির কথা যখনই আসে সবার আগে মনে পড়ে শারদ উৎসবের কথা৷ বছরের এই চার দিন কী করবেন, কী না করবেন না – এই কথা ভেবেই গোটা বছরটা কাটিয়ে দেন প্রবাসী কিংবা আবাসিক বাঙালিরা৷ শুধু বাঙালি নয় বাংলার এই শারদ উৎসব দেশ তথা বিশ্বের কাছেও আকর্ষণের বিষয়৷ সেই কথা মাথায় রেখেই এবার সাধারণতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথের কুচকাওয়াজে এবার বাংলার থিম শারদ উৎসব৷

রাজ্যের শিল্পবান্ধব পরিস্থিতি তুলে ধরে বিনিয়োগের বার্তা রাষ্ট্রপতির

Advertisement

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের ডেপুটি ডিরেক্টর প্রসেনজিৎ দাস বাংলার এই থিমের কথা জানিয়েছেন৷ যেহেতু বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো, তাই তাকে গোটা দেশের কাছে আরও বেশি করে তুলে ধরতেই রাজ্যের এই প্রচেষ্টা৷ বাঙালির এই প্রিয় উৎসবের মাধ্যমেই তুলে ধরা হবে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে৷ শারদ উৎসব ঘিরে যে উন্মাদনা, তারই একটুকরো ছবি গোটা দেশকে দেখাবে রাজ্য৷

রাজ্যে ২,৩৫,২০০ কোটি টাকার বিনিয়োগ এল বাণিজ্য সম্মেলনে

প্রতি রাজ্যই সাধারণতন্ত্র দিবসের এই কুচকাওয়াজে অংশ নিয়ে নিজেদের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরে৷ তবে গতবছর দিল্লির এই কুচকাওয়াজে বাংলার তরফে কোনও ট্যাবলো দেওয়া হয়নি৷ এবার তা দেওয়া হচ্ছে৷ বাংলার সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি পর্যটনকেও গুরুত্ব দিয়ে তার বিভিন্ন দিক তুলে ধরা হবে৷ দেশের পর্যটন মানচিত্রে বাংলা যে এখন একটা নতুন ডেস্টিনেশন, তা দেখাবে পশ্চিমবঙ্গ৷

বাংলার এই সৌন্দর্য আপনি আগে দেখেছেন কি?

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement