ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নন্দীগ্রামে (Nandigram) পুনর্গণনার সম্ভাবনা উড়িয়ে দিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই এবিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে দিল্লির তরফে। অন্যদিকে লাগাতার প্রাণনাশের হুমকির জেরে মঙ্গলবার নন্দীগ্রামের রিটার্নিং অফিসারের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্যের ভারপ্রাপ্ত সরকার।
রবিবার ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই প্রত্যেকের নজর ছিল নন্দীগ্রামে (Nandigram)। সকাল থেকেই রীতিমতো সাপ-লুডো খেলা চলেছে। কখনও এগিয়ে গিয়েছেন শুভেন্দু। কখনও আবার মমতা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জানা যায়, ১২০০ ভোটে নন্দীগ্রাম আসনে জয় লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু কিছুক্ষণের মধ্যে বদলে যায় ছবি। জানানো হয়, মমতা নন, নন্দীগ্রামে জয় পেয়েছেন শুভেন্দু। স্বাভাবিকভাবেই একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করার পর ফল পরিবর্তন সকলের মনেই হাজার প্রশ্নের জন্ম দিয়েছে। পুনর্গণনার দাবিও উঠেছে। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিল কমিশন। অন্যদিকে সোমবার কালীঘাটে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে নন্দীগ্রাম প্রসঙ্গে মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে চক্রান্ত হয়েছে বলে দাবি করার পাশাপাশি প্রকাশ্যে আনেন রিটার্নিং অফিসারের একটি মেসেজ।
কী ছিল সেই মেসেজে? পুনর্গণনা প্রসঙ্গে রিটানিং অফিসার লিখেছিলেন, “প্লিজ ক্ষমা করে দিন। আমি যদি রিকাউন্টিংয়ের নির্দেশ দিই তবে আমাকে খুন করা হবে। রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। আমার পরিবার ধ্বংস করা হবে।” একটি মেসেজকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্যে। বিজেপি, কমিশন ও শুভেন্দু অধিকারীকে তুলোধোনা করেন সকলে। ওই রিটার্নিং অফিসারের নিরাপত্তার দিকে রাজ্যের ভারপ্রাপ্ত সরকারকে নজর দিতে নির্দেশ দেয় কমিশন। এই পরিস্থিতিতে মঙ্গলবার বাড়ানো হল ওই অফিসারের নিরাপত্তা।
West Bengal Govt shall take all appropriate measures to keep a strict watch and monitor the security protection, provided to Returning Officer, 210 Nandigram AC, on regular basis. He should also be extended appropriate medical support/counseling: Election Commission of India
— ANI (@ANI) May 4, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.