গোবিন্দ রায়: সৌদি আরবে বসে কীভাবে মিনাখায় মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি? রাজ্য নির্বাচন কমিশনের কাছে তদন্ত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী ২৮ জুন তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। রিপোর্ট খতিয়ে দেখে মনোনয়ন বাতিল হবে কিনা, সে নির্দেশ দেবে হাই কোর্ট।
এই মামলায় আগেই অভিবাসন দপ্তরকে পার্টি করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। সেই অনুযায়ী শুক্রবার হাই কোর্টে রিপোর্ট জমা দেন অভিবাসন দপ্তর। জানানো হয়, ভোট বিজ্ঞপ্তি জারির আগে গত ৪ জুন সৌদি আরবের উদ্দেশে রওনা দেন মইনুদ্দিন গাজি। হিসাব অনুযায়ী মনোনয়ন জমার সময় উপস্থিত থাকতে হয় প্রার্থীদের। তবে ১২ জুন কীভাবে মিনাখাঁয় মনোনয়ন জমা দিলেন মিনাখাঁর কুমারজোলর গ্রাম পঞ্চায়েতে শাসকদলের প্রার্থী মইনুদ্দিন গাজি? সে প্রশ্ন তোলেন বিচারপতি। মনোনয়নপত্র জমার সময় কে সই করল? কেনই বা স্ক্রুটিনির সময় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হল না? সে সংক্রান্ত তদন্ত রিপোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে জমা দেওয়ার নির্দেশ হাই কোর্টের।
আগামী ২৮ জুনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। ওই রিপোর্ট খতিয়ে দেখবেন বিচারপতি অমৃতা সিনহা। তারপরই মইনুদ্দিন গাজির মনোনয়ন বাতিল হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.