কৃষ্ণকুমার দাস ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভায় আচমকা অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী মলয় ঘটক। বিধানসভায় প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করেন চিকিৎসকরা। মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে নিয়ে যাচ্ছেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিম্ন রক্তচাপের কারণেই অসুস্থ হয়ে পড়েছেন আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক। তা সত্ত্বেও মঙ্গলবার বিধানসভায় এসেছিলেন তিনি। এদিন বিধানসভায় মন্ত্রী ফিরহাদ হাকিমের ঘরে মন্ত্রিসভার একটি বৈঠক ছিল। সেখানে ছিলেন মলয় ঘটক। সেখানে থাকাকালীনই অসুস্থ বোধ করেন তিনি। ফলে বিধানসভায় নিজের ঘরে চলে যান। পরে পরিস্থিতি আরও জটিল হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চিকিৎসকদের। তাঁরা পরীক্ষা করে দেখেন রক্তচাপ কমে গিয়েছে (১২২/৬০)। এরপরই তড়িঘড়ি মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। মন্ত্রী ফিরহাদ হাকিম নিজে যাচ্ছেন হাসপাতালে।
প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় দীর্ঘদিন ধরে ইডির নজরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। একাধিকবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এখনও পর্যন্ত মোট ১৩ বার হাজিরা এড়িয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.