Advertisement
Advertisement
Manish Shukla Murder News in Bengali

‘এটা উত্তরপ্রদেশ নয়, এনকাউন্টার হবে না, সত্যিটা সামনে আসবে’, বিজেপিকে তোপ ফিরহাদের

মণীশ হত্যাকাণ্ডে পুলিশের উপরই আস্থা পুরমন্ত্রীর।

Manish Shukla Murder News in Bengali: Bengal is not UP, truth will prevail, Firhad Hakim on Manish Shukla death case | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:October 5, 2020 6:03 pm
  • Updated:October 5, 2020 9:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্লার হত্যাকাণ্ডে আরও গভীর হল রাজনীতির রং। একদিকে যেখানে গোটা ঘটনার জন্য রাজ্যের পুলিশকে কাঠগড়ায় তুলেছে বিজেপি, সেখানে সেই পুলিশে আস্থা রেখে বিজেপিকেই দুষলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

শাসকদলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে সোমবার ফিরহাদ বলেন, “আমরা গান্ধীবাদে বিশ্বাসী, দাঙ্গা, মার, খুনে বিশ্বাস করি না। অহিংসার পথে থাকব, গণতন্ত্রের পথেই কাজ করব। ওর (মণীশ শুক্লা) মতো একটা অল্প বয়সের ছেলের চলে যাওয়াটা অত্যন্ত দুঃখের। এক মায়ের কোল খালি হল। ওর আত্মার শান্তি কামনা করি।” এরপরই অবশ্য এই হত্যাকাণ্ডে সন্দেহের তীর তিনি ঘুরিয়ে দিয়েছেন বিজেপির দিকেই। হঠাৎ অর্জুন সিং কেন কলকাতায় এল? কেন মণীশকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হল না? ওঁর নিরাপত্তারক্ষীরা কেন সরে গেল? কেন উত্তরপ্রদেশ, গুজরাটের দাঙ্গার প্রতিচ্ছবি বাংলায় তৈরি করা হয়? মণীশ আবার তৃণমূলে ফেরার পরিকল্পনা করছিলেন। এখনই কেন এমনটা হল? এমন অনেক প্রশ্নই মনের মধ্যে ঘুরছে বলে জানান পুরমন্ত্রী। তবে পুলিশের কাজের প্রতি তাঁর আস্থা রয়েছে। সত্যিটা সামনে আসবে বলে নিশ্চিত তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘সুবিচার সম্পর্কে আপনার ধারণা ভুল’, হাথরাস কাণ্ডে লকেটকে তীব্র কটাক্ষ নুসরতের]

পুলিশ প্রসঙ্গে আবার বিজেপিশাসিত যোগীর রাজ্যকেও খোঁচা দিতে ছাড়েননি ফিরহাদ। বলেন, “সমস্ত প্রশ্নের উত্তর খুঁজবে পুলিশ। চক্রান্ত সামনে আসবে। তার কারণ এটা উত্তরপ্রদেশ নয়। এনকাউন্টার করবে না বলেই আমার বিশ্বাস। সত্যিটা চাপা পড়বে না। বিচারকের সামনে দোষীকে নিয়ে আসবে।” এই হত্যাকাণ্ডে CBI তদন্তের যে প্রয়োজন নেই, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

এদিকে, ফিরহাদকে পালটা দিয়ে অর্জুন সিংয়ের বক্তব্য, ক্রিমিনালরা পুলিশের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি নেতাকে হত্যা করেছে। তৃণমূল এত সহজে পার পাবে না। বিজেপি এর শেষ দেখে ছাড়বে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। বলেন, “মুখ্যমন্ত্রীর দম থাকলে সিবিআই তদন্ত করুন।” যদিও মেয়রের কথায় স্পষ্ট যে, রাজ্য পুলিশকেই তদন্তের দায়িত্বে রাখতে চায় প্রশাসন। এদিকে, ইতিমধ্যেই এনআরএস থেকে বেরিয়েছে মণীশ শুক্লার (Manish Shukla) মরদেহ। যা রাজভবনে নিয়ে যাচ্ছে বিজেপি। 

[আরও পড়ুন: ‘খুনকে আত্মহত্যা বানিয়ে দেবে’, বিজেপি নেতার ময়নাতদন্তে পুলিশের প্রতি অনাস্থা কৈলাসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement