Advertisement
Advertisement

৫, ১০-এর কুপন বিলিয়ে অর্থ সংগ্রহের প্রস্তাব প্রদেশ কংগ্রেসের, তলব বঙ্গ নেতৃত্বকে

কীভাবে প্রদেশ কংগ্রেস অর্থ সংগ্রহ করবে, তার একাধিক নির্দেশ দিতে চলেছে হাইকমান্ড৷

Bengal Cong’s crowd funding bid irks high-command

ফাইল ফটো

Published by: Kumaresh Halder
  • Posted:October 25, 2018 2:04 pm
  • Updated:June 9, 2023 6:52 pm

স্টাফ রিপোর্টার: লোকসভা ভোটের মুখে কুপন মারফত টাকা তোলা নিয়ে আলোচনায় বসছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। আগামিকাল, শুক্রবার দিল্লিতে তলব করা হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে৷ প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, ৫, ১০, ২০, ৫০ টাকার ও ১০০, ৫০০, ১০০০ টাকার কুপন বিলি করে অর্থ সংগ্রহ নিয়েও বিস্তারিত আলোচনা হবে৷

[বচসার জেরে স্ত্রীকে বারান্দা থেকে ছুড়ে ফেলল স্বামী, প্রাণ বাঁচাল ঝুপড়ি]

‘জনসম্পর্ক অভিযান’ নামে একটি কর্মসূচি নিয়েছে সর্বভারতীয় কংগ্রেস কমিটি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে কংগ্রেসের কথা তুলে ধরার জন্য দেশব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসাবে কুপন মারফত সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে দলের ফান্ডকে মজবুত করার নির্দেশ প্রদেশ কংগ্রেসকে দিয়েছে এআইসিসি।

Advertisement

[অর্চনা পালংদার খুনে গ্রেপ্তার ‘রহস্যময় গাড়ি’র চালক]

কিছুদিন আগে দলের অর্থ তহবিল নিয়ে দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিভিন্ন অঙ্কের টাকার কুপন ছাপানো হবে। সেই কুপন মারফত অর্থ সংগ্রহ করা হবে। ১০০, ৫০০ ও ১০০০ টাকার কুপন এআইসিসির পক্ষ থেকে তৈরি করে প্রদেশকে দেওয়া হবে। প্রদেশ কংগ্রেস সেই কুপন মারফত অর্থ সংগ্রহ করবে। যত টাকা সংগ্রহ হবে, তার একটা ভাগ প্রদেশ কংগ্রেসের কাছে থাকবে। বাকিটা দিল্লিতে জমা দিতে হবে।

[হোয়াটস্ অ্যাপ কলে ২০ কোটির তোলাবাজি, চলছে অভিযুক্তের খোঁজ]

ওই বৈঠকে একাধিক রাজ্যের কংগ্রেস নেতৃত্ব একশোর কম অঙ্কের টাকার কুপন তৈরির প্রস্তাব দেয়। যা নিয়ে আলোচনাও হয়। পরে প্রদেশের মতামতকে মেনেও নিয়েছে দিল্লি। তবে ৫, ১০, ২০, ৫০ টাকার কুপন তৈরির যাবতীয় দায়িত্ব প্রদেশ কংগ্রেসের উপর ন্যস্ত করেছে দিল্লি। ১০০ টাকার কম ও বেশি অঙ্কের কুপন নিয়ে আগামী ২৬ তারিখ দিল্লিতে বৈঠক ডেকেছেন এআইসিসির সাধারণ সম্পাদক অশোক গেলহট। দেশের বিভিন্ন রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ওই বৈঠকে তলব করা হয়েছে। যে কুপন ছাপানো হয়েছে, তার থেকে কত অর্থ সংগ্রহ হয়েছে এবং তার বিষয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। ১০০ টাকার কম অঙ্কের কুপনগুলি থেকে কীভাবে প্রদেশ কংগ্রেস অর্থ সংগ্রহ করবে, তার একাধিক নির্দেশ ওই দিন দিল্লি দেবে বলে খবর৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement