Advertisement
Advertisement

অক্সফোর্ডের বিতর্কসভায় বাংলার উন্নয়ন, বুধবার ভিডিও কনফারেন্সে পড়ুয়াদের মুখোমুখি মমতা

এই প্রথম দেশের কোনও মহিলা মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের বিতর্কে অংশ নিতে চলেছেন।

Bengal CM Mamata Banerjee will take part at a debate organised by Oxford University by video conferencing| Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 1, 2020 9:53 pm
  • Updated:December 1, 2020 9:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (Oxford University) আয়োজিত বিতর্কসভায় অংশ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, বুধবার বিকেলে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মুখোমুখি হবেন। তুলে ধরবেন বাংলার উন্নয়নের ইতিবৃত্ত। ভারত থেকে এই প্রথম কোনও মহিলা নেত্রী এই বিতর্কসভায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। ফলে স্বভাবতই এই খবরে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

জানা গিয়েছে, করোনা কালে জুলাই মাসে এই বিতর্কসভার পরিকল্পনা করেছিল লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। সেসময়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়োজকরা আহ্বান জানান এতে অংশ নেওয়ার জন্য। তাঁদের আমন্ত্রণ গ্রহণ করে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সেইমতো, ২ ডিসেম্বর ভারতীয় সময়ে বিকেল ৫টা নাগাদ ভারচুয়ালি সেখানে অংশ নেবেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের আরও খবর, ইতিমধ্যে অক্সফোর্ডের পড়ুয়ারা তাঁর জন্য প্রশ্ন তৈরি করে ফেলেছেন। অনলাইনে ৬০০র কাছাকাছি প্রশ্ন জমা পড়েছে। তার মধ্যে থেকে নির্বাচিত কিছু প্রশ্ন তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। তার ভিত্তিতে তিনি উত্তর দেবেন। তবে বিতর্কসভায় তাঁর বক্তব্যের মূল অংশ থাকবে বাংলার উন্নয়ন।

Advertisement

[আরও পড়ুন: আমফান দুর্নীতি মামলায় রাজ্যের রিপোর্টে অসন্তুষ্ট, অডিটের ভার CAG-কে দিল কলকাতা হাই কোর্ট]

এমনিতে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় খুবই আগ্রহী। প্রতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিকে কৃতী পরীক্ষার্থীদের কলকাতায় ডেকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি প্রত্যেকের সঙ্গে নিজে কয়েকমিনিট কথা বলেন। তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চান, দেন প্রয়োজনীয় উপদেশও। ফলে অক্সফোর্ডের পড়ুয়াদের সঙ্গেও প্রশ্নোত্তর পর্বে তিনি আনন্দ পাবেন, তা বলাই বাহুল্য। অক্সফোর্ডের এই বিতর্কসভায় এর আগে বহু বিখ্যাত মানুষজন আমন্ত্রিত হিসেবে অংশ নিয়েছেন। কলকাতায় থাকার সময়ে মাদার টেরিজাও একবার এখানে বক্তব্য রেখেছিলেন। তবে দেশের কোনও মহিলা মুখ্যমন্ত্রী আগে কখনও এই সুযোগ পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই শূন্যস্থানও পূরণ হতে চলেছে এবার।

[আরও পড়ুন: একুশে ভরসা বাঙালি আবেগ! ‘শুধু বাংলা বললেই হয় না’, মোদিকে শোনালেন মমতা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement